সিনিয়র স্টাফ রিপোর্টার
কর্মীদের মালয়েশিয়া প্রবেশে রোডম্যাপের অপেক্ষায় বাংলাদেশ’
‘কর্মীদের মালয়েশিয়া প্রবেশে রোডম্যাপের অপেক্ষায় বাংলাদেশ’ কথা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
ঢাকা: বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়া প্রবেশে রোডম্যাপের অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
সোমবার (৩০ ডিসেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নবনিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মো. শুহাদা ওসমান।
এ সময় উপদেষ্টা রাষ্ট্রদূতকে এ কথা জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উপদেষ্টা এবং হাইকমিশনার বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি, ফার্মাসিউটিক্যালস, জাহাজ নির্মাণ এবং নবায়নযোগ্য জ্বালানিসহ পারস্পরিক স্বার্থ এবং সম্ভাব্য সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করেন।
উপদেষ্টা রাষ্ট্রদূতকে জানান, চলতি বছরের মে মালয়েশিয়ার শ্রম বাজার বন্ধ হওয়ায় আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের বিষয়ে মালয়েশিয়া সরকার কর্তৃক প্রদত্ত রোডম্যাপের জন্য অপেক্ষা করছে বাংলাদেশ।
আগামী বছরের শুরুতে আসিয়ানের চেয়ারম্যানের দায়িত্ব নেবে মালয়েশিয়া।
এজন্য তৌহিদ হোসেন মালয়েশিয়াকে স্বাগত জানান।
উভয়পক্ষ দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর জন্য সম্ভাব্য বিনিয়োগ এবং অংশীদারত্ব নিয়ে আলোচনা করেন।
হাইকমিশনার বাংলাদেশে মালয়েশিয়ার গাড়ি উৎপাদনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী ভিসা পাওয়া বাংলাদেশি কর্মীদের দেশটিতে প্রবেশের শেষ দিন ছিল গত ৩১ মে। শেষ সময়ে বহু চেষ্টার পরও (বিএমইটি) ছাড়পত্র পাওয়া প্রায় ১৭ হাজার বাংলাদেশি দেশটিতে যাওয়ার সুযোগ পাননি।