1. ekhonbartabd@gmail.com : দৈনিক এখন বার্তা : দৈনিক এখন বার্তা
  2. info@www.ekhonbarta.com : দৈনিক এখন বার্তা :
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন

সঠিক জায়গায় আমরা ইনভেস্ট করিনি, করেছি পদ্মা সেতু ও টানেলে: খসরু

উৎসবের আলো
  • প্রকাশিত: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৫ বার পড়া হয়েছে

 

মাসুদ পারভেজ

সঠিক জায়গায় আমরা ইনভেস্ট করিনি, করেছি পদ্মা সেতু ও টানেলে: খসরু

চট্টগ্রাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে ইনভেস্টমেন্ট ছাড়া আপনি একটি দেশকে এগিয়ে নিতে পারবেন না। সুস্থ সবল ও মেধাবীরাই তো এ দেশকে এগিয়ে নিবে।

তিনি বলেন, আমরা সঠিক জায়গায় ইনভেস্ট করিনি। আমরা ইনভেস্ট করেছি পদ্মা সেতু ও টানেলে।

আমরা প্রায়োরিটির ভিত্তিতে কোনও ইনভেস্ট করিনি। আমাদের প্রায়োরিটি বেসিস ইনভেস্টমেন্ট দরকার শিক্ষা ও স্বাস্থ্যখাতে।

এ দুই খাতে ইনভেস্টমেন্ট ছাড়া দক্ষ মানবসম্পদ তৈরি করা সম্ভব নয়।
রোববার (২৯ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, খাদ্য নিরাপত্তায় বাংলাদেশ এখন অনেক ভালো অবস্থানে রয়েছে। এটি সংরক্ষণ ও এগিয়ে নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের অনুষদগুলো খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ একটি ছোট দেশ। এখানে কম জায়গার মধ্যে বেশি খাদ্য উৎপাদন আমাদের করতে হয়। সেগুলোকে বৈরী আবহাওয়া থেকে রক্ষা করতে হয়। এসব বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে আমাদের ফুড সায়েন্স, ফিশারিজ, ভেটেরিনারি বিষয়ের শিক্ষার্থীদের।

আমীর খসরু বলেন, প্রতিষ্ঠানের পড়ালেখার বাইরে যেতে হবে। এখান থেকে পড়ালেখা শেষ করে বিশ্বের মধ্যে নিজের প্রজ্ঞাকে ছড়িয়ে দিতে হবে। নিজের মধ্যে দক্ষতা অর্জন করতে হবে। নিজের জ্ঞানকে প্রসারিত করতে হবে। আর প্রসারিত করার গুরুত্বপূর্ণ মাধ্যম বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ রাশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান, সমারম্ভ বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সিভাসুর ট্রেজারার অধ্যাপক ড. মো. কামাল, ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. ফেরদৌসী আকতার, ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ আহমেদ আল নাহিদ, স্বাগত বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট