আনোয়ারা প্রতিনিধি ( চট্টগ্রাম )
আনোয়ারায় এজাহার ভুক্ত আসামি গ্রেফতার
গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর ) রাতে আনোয়ারা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে অভি দত্ত নামে এজাহার ভুক্ত এক আসামীকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামি অভি দত্ত ৮নং চাতরী ইউনিয়নের কেয়াঁগড় গ্রামের সুধীর দত্ত এর ছেলে ।সে একটি মামলার এজাহার ভুক্ত ১০৬ নং আসামী বলে জানান আনোয়ারা থানার অফিসার ইনর্চাজ মনির হোসেন। অভি দও প্রকাশ রাইদল দত্ত সাবেক ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক । সে কেয়াঁগড় ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন দত্তের আপন চাচাত ভাই। তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি,ভূমিদস্যু এবং মাদক ব্যবসার অভিযোগ রয়েছে এবং বর্তমানে তার বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে একটি চাঁদাবাজি মামলা চলমান রয়েছে।
তিনি জানান, অভি দ্ত একটি মামলার এজাহার ভুক্ত আসামী। তাকে গতকাল রাতে আমরা আটক করেছি। আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আমরা তাকে বিজ্ঞ আদালতে প্রেরন করবো।