নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার জেলা প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক -রফিকুল আলম মাহমুদ’র আম্মার ২য় মৃত্যু বার্ষিকী পালিত,,
,রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগিরা, ”
কক্সবাজার জেলা প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক – রফিকুল আলম মাহমুদ’র আম্মা ও সাংবাদিক আব্দুল্লাহ আল আজিজ’র দাদীর আজ ২য় মৃত্যু বার্ষিকী,।বিভিন্ন এতিমখানা ও মসজিদে দোয়া মাহফিলে মধ্যে দিয়ে মৃত্যু বার্ষিকী পালিত হয়,।
সাংবাদিক রফিকুল মাহমুদ সবার কাছে দোয়া চেয়ে বলেন, হে মহান আরশের মালিক, হে আমাদের পালনকর্তা, আমার পিতা-মাতা সহ সব মোমিনকে আপনি ক্ষমা করুন,আমীন। আজ প্রায় ৯ বছর ৮ মাস ২৩ দিন, পার হয়ে গেছে বাবা বলে ডাকতে পারছি না। কত সুন্দরময় সুমধুর ডাক… বাবা বাবা.. ডাক হতে বঞ্চিত হয়েছি। আল্লাহর জিম্মায় চলে গেলে। বাবা তুমি যাওয়ার ৭ বছর ৮ মাস ২৩ দিন পর গর্ভধারনী “মা” জননীর ডাক থেকে ও বঞ্চিত হয়েছি- অর্থ্যাৎ আজ ” মা”র মৃত্যুর ২বছর পূর্ণ হলো। ” বাবা” ” মা”র শূন্যতা প্রতিক্ষনে প্রতিটি মুহূর্তে অনুভব করছি। যেটি সবাইকে বলাও যায় না / প্রকাশ ও করা যায় না। যাকে বলে ধুকে ধুকে মরে ও বেঁচে থাকা। হে মহান আল্লাহ, আমার সকল ভাই বোনদেরকে ” বাবা” ” মা”র শূন্যতা বুঝার এবং আমল করার তাওফিক দান করুন। হে মহান প্রভু, তুমি ” বাবা” ” মা”দেরকে জান্নাতের শ্রেষ্টতম মাকাম দান করুন। আমীন। দুনিয়ার সকল বাবা মায়ের জন্য দোয়া কামনা করছি।