মোহাম্মদ আব্দুল্লাহ কক্সবাজার
সন্ত্রাসী মুহিত ও রাবেয়াগং জায়গা ও চলাচলের রাস্তা জবরদখল করে বাড়ি নির্মানের অভিযোগ।
সন্ত্রাসী মুহিত উদ্দিন চৌধুরী (৩৫) ও তার বোন রাবেয়া খানম প্রকাশ রাবু (৪০)গং পিতা- মৃত মমতাজ উদ্দিন আহমদ চৌধুরী (প্রকাশ তোসন মিয়া), মাতা মৃত মনোয়ারা বেগম, গ্রাম- জমিদার পাড়া, ৪নং ওয়ার্ড, ডাকঘর-হারবাং, উপজেলা- চকরিয়া, জেলা-কক্সবাজার কর্তৃক আরও জড়িতসহ বিগত ২৮/১১/২০২৪ইং তারিখ (বৃহস্পতিবার) সকাল আনুমানিক ১০ ঘটিকার সময় ভূমিদস্যু কায়দায় ওয়ারেন্ট অফিসার (অবসরপ্রাপ্ত সেনাসদস্য) মোহাম্মদ মনছুরুল ইসলাম চৌধুরীগং এর ঘটনাস্থলের/তফলিক্তো বসত ভিটা বিএস রেকর্ডীয় বিগত ১৬/২/২২ইং তারিখে রেজিঃযুক্ত ১১০১নং কবলায় খরিদা বাড়ির জায়গাসহ ৭টি পরিবারের চলাচলের রাস্তাঘাট জবরদখল করে সেখানে বাড়ি নির্মানের অপচেষ্টায় লিপ্ত হওয়ার বিষয়ে তাদেরকে বাঁধা দিলে সন্ত্রাসীগন অশ্লীল ভাষায় গালমন্দ, মিথ্যা মামলায় জড়ানোর, প্রাণে হত্যাসহ বিভিন্নভাবে হুমকি প্রদর্শনের বিষয়ে স্হানীয়ভাবে সমাধার চেষ্টা ব্যর্থ হওয়ায় এ প্রেক্ষিতে উক্ত ভোগক্তভোগী ওয়ারেন্ট অফিসার (অবসরপ্রাপ্ত সেনাসদস্য)গং এবং তার জেঠাত ভাই সাংবাদিক মোঃ খোরশেদ আলম চৌধুরীসহ অন্যান্য জেঠাত ও চাচাতো ভাই সবার পরামর্শ ও সিদ্ধান্ত অনুযায়ী উক্ত অবসরপ্রাপ্ত সেনাসদস্য কর্তৃক সবার পক্ষে বাদী হয়ে জড়িত সন্ত্রাসী বিবাদীগনের বিরুদ্ধে গত ৩০/১১/২০২৪ইং তারিখে অফিসার ইনচার্জ, চকরিয়া থানা, কক্সবাজার বরাবরে একখানা সাধারণ ডাইরি দায়ের করা হয়।
অভিযোগের প্রেক্ষিতে গত ০৭/১২/২০২৪ইং তারিখ (শনিবার) বিকাল ০৪ টার সময় এসআই জসিম উদ্দিন সাহেব, হারবাং পুলিশ ফাঁড়ী (মোবা: ০১৭২৪-২২০৮৩০) ঘটনাস্হলে তদন্তে আসেন ও রাবেয়া খানম প্রকাশ রাবুগং (কৈয়ারবিল চকরিয়ার তাদের পক্ষের দালাল ওসমান মোবা: ০১৮৪৬-৯৫৫৯৭৮)কে জায়গার নথিপত্র দেখাতে বলা হলে তারা শুধুমাত্র সুদীর্ঘ ৪০ বছর পূর্বের তাদের পিতা কর্তৃক ক্রয়কৃত জায়গার ৪ পাতার নকল দলিল নং ৬৭৯ তাঃ ১১/২/৮৫ইং ছাড়া দলিলের কোন প্রকার সাক্ষী হাজিরাসহ মূল দলিল, সৃজনকৃত খতিয়ান, খাজনা পরিশোধের দাখিলা, জায়গা ক্রয়ের আরএস খতিয়ান নং ২৭১৪ ও বিএস খতিয়ান নং ৪১০১ কোনকিছুই সবার উপস্থিতিতে প্রশাসনকে দেখাতে পারেননি, ব্যর্থ হোন এবং সুদীর্ঘ ৪০ বছর যাবত খতিয়ান সৃজনসহ খাজনা পরিশোধ না করার ব্যাপারে জিজ্ঞেসাবাদেও প্রশাসনকে তারা কোন প্রকার উত্তর দিতে পারেননি, ব্যর্থ হোন বলে জানা যায়।
ঘটনাস্হলে বাদী ও বিবাদীগং পক্ষ এবং ১নং হারবাং উইপি ৪নং ওয়ার্ড মেম্বার জনাব হারুন সাহেবসহ সাংবাদিক মোঃ খোরশেদ আলম চৌধুরী, কাশেম সরওয়ার, রুকন উদ্দিন, এলিন খান, দিলু, আরও এলাকার গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। পুলিশ প্রশাসন জনাব হারুন মেম্বার সাহেবকে ঘটনার সুরাহার বিষয়ে দায়িত্ব দেন এবং তিনি উক্ত তারিখে ঘটনাস্থলে উপস্থিত গন্যমান্য ব্যক্তিদের সবায়কে নিয়ে সন্ধ্যার পর ০৬ ঘটিকার সময় প্রতিবেশী ও চাচাত ভাই এলিন খানের বাসায় বিচার বৈঠক করেন, কিন্তু রাবেয়াগং সময় নেন বিধায় মেম্বার সাহেব উভয়কে সকল প্রকার নথিপত্র ও সাক্ষীসহ বিচার বৈঠকে উপস্থিত থাকার বিষয়ে পরবর্তী দিন তারিখ জানাবেন বলে উক্ত বিচার বৈঠক শেষ করেন।
সন্ত্রাসী মুহিতগং তার ব্যবহৃত অনলাইন মাধ্যম ফেসবুকে, Mohit Mohit id হতে যার আইডি লিং- httsp://www.facebook.com/
mohit.chy.967 হতে বাজে মন্তব্য করে উক্ত ওয়ারেন্ট অফিসার (অবসরপ্রাপ্ত সেনাসদস্য)কে উদ্দেশ্য করে, উনার অর্জিত সুনাম ক্ষুন্ন করার উদ্দেশ্যে ফেইজবুকে তার ছবি ছাড়িয়ে মিথ্যা, ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে যাওয়ার বিষয়ে গত ০৫/১২/২০২৪ইং তারিখ (বৃহস্পতিবার) রাত আনুমানিক ০৮ ঘটিকার সময় ভুক্তভোগীসহ সবায় জানতে পারেন বলে জানা যায়। এ ব্যাপারে গত ০৬/১২/২০২৪ইং তারিখ (শুক্রবার) আনুমানিক বিকাল ০৪-৩০ ঘটিকার সময় উক্ত সেনাকর্মকর্তা মুহিতের বোন রাবেয়া খানম প্রকাশ রাবুর সাথে মোবাইলে যোগাযোগ করে তাদের বাসায় গমন করেন এবং মুহিত এর সাক্ষাতে তার বোন রাবু ও স্ত্রীকে বিষয়টি জানানোসহ জিজ্ঞাসাবাদ করা হলে এতে সে ক্ষিপ্ত হয়ে উক্ত সেনাসদস্যকে প্রাণে হত্যাসহ বিভিন্ন হুমকি দেন ও সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বাজে মন্তব্যও করেন বলে উক্ত ভুক্তভোগী সেনাসদস্য জানান।
ফেইসবুকে উক্ত মিথ্যা ও ভিত্তিহীন বাজে মন্তব্য অপপ্রচার সংক্রান্ত ছবি সবার উপস্থিতিতে উক্ত তদন্তকারী পুলিশ কর্মকর্তাকে দেখানো হলে তিনি জড়িতদের বিরুদ্ধে দ্রুত চট্টগ্রাম সাইবার আদালতে মামলা দায়ের করার জন্য পরামর্শ দেন।