ফরিদ উদ্দিন স্টাফ রিপোর্টার
লামা পৌরসভার সাবেক কাউন্সিলর মো. সাইফুদ্দিন, তার মামাতো ভাই সাইফুল ইসলাম সোহেল, শেফায়েত রাসেল ও পৌর ছাত্রলীগের সভাপতি সুমন মাহমুদ কর্তৃক পরিকল্পিতভাবে অবৈধ অনুপ্রবেশ, চাঁদা দাবি, উচ্ছেদ চেষ্টা ও হত্যার হুমকির প্রতিবাদে-‘সাংবাদিক সম্মেলন.
বান্দরবানের লামা উপজেলা মিরিন্জা ভুমি দখল কে কেন্দ্র করে মো. মজিবুল হক মিলন(৪৩)পিতা- মৃত তাজুল ইসলাম, সাং- চেয়ারম্যান পাড়া, লামা পৌরসভা, বান্দরবান পার্বত্য জেলার বাসিন্দা ।রবিবার সকালে লামা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়েছে। এ সময় স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ভুক্তভোগী পরিবারের পক্ষে জোসনা বেগম তার ভাই মিলনের পক্ষে পাঠ করে শুনান।
সাংবাদ সম্মেলনে সময় তারা বলেন, আমার ও আমার বোন জোসনা বেগম এর নামে উপজেলার ২৯৩নং ছাগল খাইয়া মৌজার হোল্ডিং নং জি/২৪৪ মুলে ৫ একর তৃতীয় শ্রেণীর জায়গা রয়েছে। যাহা ১৯৮৬-৮৭ সাল থেকে বহু কায়িক শ্রম ও অর্থ ব্যয়ে ফলদ বনজ বাগান সৃজন করে বাঁধাহীনভাবে ভোগ কর আসছি। বর্তমানে জমির মূল্য বৃদ্ধি পাওয়ায় মো. সাইফুদ্দিন, সাইফুল ইসলাম সোহেল, শেফায়েত রাসেল ও সুমন গংরা লোভের বশীভূত হয়ে রাজনৈতিক প্রভাব খাঁটিয়ে আমাদের জায়গা জবর দখল করার চেষ্টা শুরু করেন। হে সাংবাদিক ভাইয়েরা, অভিযুক্ত মো. সাইফুদ্দিন লামা পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও একটি রাজনৈতিক সংগঠনের নেতা বিধায় আমার হোল্ডিং এর জায়গায় শান্তিপূর্ণভাবে বসবাস করতে হলে মো. সাইফুদ্দিন গংদের চাঁদা দিতে হবে। এক পর্যায়ে মো. সাইফুদ্দিন গংরা রাজনৈতিক নেতা হওয়ায় ক্ষমতার জোর খাটিয়ে ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। আমি চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে উচ্চেদ করে জমি দখল করবে বলে হুমকি দেন। এ ধারাবাহিকতায় ২২/১২/২৪ইং বিকেল ৩টার দিকে মো. সাইফুদ্দিনের নেতৃত্বে ১০-১২জন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আমার জায়গার উপর নির্মিত দুইটি খামার ঘর ভাংচুর ও লুটপাট করেন এবং নির্মানাধীন ঘরের জন্য প্রায় ৬ লাখ টাকায় কেনা ৯০০টি বাঁশ ও ২৫০টি খুঁটি বোরকা ঘটনাস্থল থেকে নিয়ে যায়। খামার ঘর ভাংচুর ও লুটপাটে বাধা প্রদান করলে মো. সাইফুদ্দিন গংরা আমার উপর হামলা করেন। এ ঘটনার প্রতিকার চেয়ে ২৩/১২/২৪ইং তারিখ আমি বাদী হয়ে উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছি।মামলা নং সিআর,৪২৭/২৪তাং-২৪/১২/২৪ইং
তারা আরো বলেন,
সমাজের দর্পন সাংবাদিক ভাইয়েরা, শুধু তাই নয়, দাবীকৃত চাঁদার টাকা না দিলে আমাদেরকে জায়গা থেকে উচ্ছেদ করে জায়গা তারা ভোগ করবে, রিসোর্ট তৈরি করবে। এতে বাধা প্রদান করলে বা মামলা মোকদ্দমা করলে আমাকে ও আমার পরিবারের লোকজনকে হত্যা করে লাশ গুম করবে বলেও হুমকি দেন। তাই মো. সাইফুদ্দিন গং কর্তৃক আমার নিকট চাঁদা দাবী, আমার জায়গা থেকে উচ্ছেদ চেষ্টা ও হত্যার হুমকির শিকার হয়ে জীবনের নিরাপত্তা ও জায়গা রক্ষা করতে আপনাদের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।