কক্সবাজার প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২৪ইং (সোমবার)
হারবাং চকরিয়ার সন্ত্রাসী মুহিতগং ফেইজবুকে সাবেক সেনাকর্মকর্তার ছবি ছাড়িয়ে বিভিন্ন মিথ্যা, ভিত্তিহীন অপপ্রচার চালানোর অভিযোগ।
সন্ত্রাসী মুহিত উদ্দিন চৌধুরী (৩৫)গং পিতা- মৃত মমতাজ উদ্দিন আহমদ চৌধুরী (প্রকাশ তোসন মিয়া), গ্রাম- জমিদার পাড়া, ৪নং ওয়ার্ড, ডাকঘর-হারবাং, উপজেলা- চকরিয়া, জেলা-কক্সবাজার কর্তৃক আরও জড়িতসহ তার ব্যবহৃত অনলাইন মাধ্যম ফেসবুকে, Mohit Mohit id হতে যার আইডি লিং- httsp://www.facebook.com/
mohit.chy.967 হতে ২টি গ্রুপে (Mohit Mohit Ariful Islam Shoton and 12 others অন্যটি Mohit Mohit is with Saiful Islam Saiful and 12 others “উনি হচ্ছে ফ্যাসীস সরকারের দালাল ওনি সৈরাচারের আমলে ভয় দেখিয়ে মানুষকে অত্যাচার করেছে। তাকে চিনিত করে রাখুন”) মর্মে উক্ত বাজে মন্তব্য করে একই ঠিকানার সমাজে ও এলাকার জনগণের কাছে অতি সুপরিচিত, প্রিয় ও সম্মানিত ব্যক্তি জনাব ওয়ারেন্ট অফিসার (অবসরপ্রাপ্ত সেনাসদস্য) মোহাম্মদ মনছুরুল ইসলাম চৌধুরী, পিতা- মৃত নূরুল হক চৌধুরী (প্রকাশ চান্দু মিয়া) কে উদ্দেশ্য করে, উনার অর্জিত সুনাম ক্ষুন্ন করার উদ্দেশ্যে ফেইজবুকে তার ছবি ছাড়িয়ে মিথ্যা, ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে যাওয়ার বিষয়ে গত ০৫/১২/২০২৪ইং তারিখ (বৃহস্পতিবার) রাত আনুমানিক ০৮ ঘটিকার সময় ভুক্তভোগী সেনাসদস্য ও এলাকার জনগণের দৃষ্টিতে আসে এবং পরে বিষয়টি সবায় জানতে পারেন বলে জানান।
ইতিপূর্ব থেকে উক্ত সন্ত্রাসী গং এর সাথে উক্ত ভুক্তভোগী (অবসরপ্রাপ্ত সেনাসদস্য)গং এর বাড়িভিটি ও অন্যান্য সকলের চলাচলের রাস্তাঘাট জবরদখলের বিষয়ে বিরোধ চলে আসছিল বলে জানা যায়। এ প্রেক্ষিতে বিগত ২৮/১১/২০২৪ইং তারিখ (বৃহস্পতিবার) সকাল আনুমানিক ১০ ঘটিকার সময় সন্ত্রাসী মুহিত উদ্দিন চৌধুরী ও তার বোন রাবেয়া খানম প্রকাশ রাবুগং কর্তৃক আরও জড়িতসহ তারা ভূমিদস্যু কায়দায় ওয়ারেন্ট অফিসার (অবসরপ্রাপ্ত সেনাসদস্য) মোহাম্মদ মনছুরুল ইসলাম চৌধুরীগং এর ঘটনাস্থলের/তফলিক্তো বসত বাড়িভিটি জায়গাসহ ৭টি পরিবারের চলাচলের রাস্তাঘাট জবরদখল করে সেখানে বাড়ি নির্মানের অপচেষ্টার বাধাদানে তারা অশ্লীল ভাষায় গালমন্দ, মিথ্যা মামলায় জড়ানোর, প্রাণে হত্যাসহ লাশ গুম করে ফেলার বিভিন্নভাবে হুমকি প্রদর্শন করে আসছিলেন। বিষয়টি স্হানীয়ভাবেও সমাধা করার চেষ্টা ব্যর্থ হওয়ায় ভোগক্তভোগী ওয়ারেন্ট অফিসারো (অবসরপ্রাপ্ত সেনাসদস্য)গং এবং তার জেঠাত ভাই সাংবাদিক মোঃ খোরশেদ আলম চৌধুরীসহ অন্যান্য জেঠাত ও চাচাতো ভাই সবার পরামর্শ ও সিদ্ধান্ত অনুযায়ী উক্ত অবসরপ্রাপ্ত সেনাসদস্য কর্তৃক সবার পক্ষে বাদী হয়ে জড়িত সন্ত্রাসী বিবাদীগং এর বিরুদ্ধে গত ৩০/১১/২০২৪ইং তারিখে অফিসার ইনচার্জ, চকরিয়া থানা, কক্সবাজার বরাবরে একখানা সাধারণ ডাইরি দায়ের করেন বলে জানান।
উক্ত ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সুদীর্ঘ ৩০ বছর স্বনামধন্য বাংলাদেশ সেনাবাহিনীতে (বৈদেশিক মিশনসহ) নিরলস, কঠোর পরিশ্রম, অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে চাকরি শেষ করে গত ০২/০১/২০২১ তারিখে (এলপিআরসহ) রামু সেনানিবাস থেকে অবসরে আছেন বলে জানা যায়। তিনি অবসর জীবনে এসেও দেশ ও জাতির জন্য নিবেদিত প্রান হিসেবে স্বনামধন্য বাংলাদেশ সুশৃঙ্খল সেনাবাহিনীর শৃঙ্খলা ও অর্জিত সুনাম সর্বদা অক্ষুন্নতা বজায় রেখে চলে আসছিলেন। তিনি একজন সনভ্রান্ত পরিবারের সন্তান। তিনি একজন সৎ, ন্যায়পরায়ন, মিশুক মনের শান্তি প্রিয় মানুষ হিসেবেও সমাজে ও এলাকার জনগণের কাছেও সম্মানিত মানুষ হিসেবেও অতি সুপরিচিত এবং সবায় তাকে চিনেন ও জানেন।
উক্ত সন্ত্রাসীগং ও তাদের ওসমান দালালসহ আরও জড়িতদের কর্তৃক জবরদখলসহ বিভিন্ন সন্ত্রাসীমূলক অপকর্ম ধামাচাপা দেয়ার উদ্দেশ্যেই উক্ত ওয়ারেন্ট অফিসার (অবসরপ্রাপ্ত সেনাসদস্য) মোহাম্মদ মনছুরুল ইসলাম চৌধুরীর ছবিসহ বাজে মন্তব্য ফেইজবুকে ছেড়ে দিয়ে অর্জিত সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা যায়। এ ব্যাপারে ভুক্তভোগী সেনাসদস্য কর্তৃক জড়িত সন্ত্রাসী ও ভূমিদস্যুদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন বলে জানা যায়।