1. ekhonbartabd@gmail.com : দৈনিক এখন বার্তা : দৈনিক এখন বার্তা
  2. info@www.ekhonbarta.com : দৈনিক এখন বার্তা :
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৫:২০ অপরাহ্ন

দলীয় স্বার্থ উদ্ধারে পুলিশ বড় ধরনের অপরাধ করেছে: আইজিপি

উৎসবের আলো
  • প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২৭ বার পড়া হয়েছে

 

লাকী আক্তার  সিলেট

দলীয় স্বার্থ উদ্ধারে পুলিশ বড় ধরনের অপরাধ করেছে: আইজিপি সিলেটে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন আইজিপি বাহারুল আলম
সিলেট: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, বিগত দিনে দলীয় স্বার্থ উদ্ধারে পুলিশ বড় ধরনের অপরাধ করেছে। এতে পুলিশ বাহিনী লজ্জিত।

তিনি বলেন, ৫ আগস্ট বিপ্লব পরবর্তী সময়ে পুলিশের কর্মস্পৃহা ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ। সে লক্ষেই আমরা কাজ করছি।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ২টায় সিলেট বিভাগে কর্মরত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আইজিপি বাহারুল আলম।

তিনি বলেন, সারাদেশে লুণ্ঠিত ৬ হাজার অস্ত্র উদ্ধার হলেও আরও ২ হাজার অস্ত্র এখনো উদ্ধার হয়নি।

এসব অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা প্রয়োজন।
আইজিপি বলেন, জুলাই বিপ্লবের পরিবর্তিত পরিস্থিতিতে মামলার ক্ষেত্রে অসাধু ব্যক্তিরা সুবিধা নিয়েছে।

হয়রানি এড়াতে খোঁজ নিয়ে তাদের পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হবে। এ সময়ে নিরীহ যাদের আসামি করা হয়েছে, তাদের গ্রেপ্তার করা হবে না, বলেও আশ্বাস দেন তিনি।
সভায় র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান, সিলেট রেঞ্জ ডিআইজি মো. মুশফেকুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিমসহ পুলিশের সব দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট