এম কে আলম চৌধুরী
মহান বিজয় দিবসে জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছে কক্সবাজার জেলা প্রশাসন। সোমবার দুপুরে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্বর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ১৯৭১ এ বীর মুক্তিযোদ্ধাগণ তাঁদের অদম্য সাহসিকতায় দেশকে পরাধীনতার শৃংখল থেকে মুক্ত করেছেন। অপরদিকে ২০২৪ জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে বৈষম্য মুক্ত হয়েছে দেশ। তাই বীর মুক্তিযোদ্ধাগণের প্রজ্ঞা আর জ্ঞান এবং যুবদের তারুণ্যের শক্তি এক হয়ে পারস্পরিক সৌহার্দ্যের মধ্যে দিয়েই বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিতে হবে।
সভায় পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজামউদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো ইয়ামিন হোসেন, বিএনপি জেলা সভাপতি শাহজাহান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ, সাংবাদিক মাহবুবর রহমান, ছাত্র সমন্বয়ক সাহিদুল ওয়াহিদ সাহেদসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধিসহ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সভাশেষে ৫০ জন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তযোদ্ধা পরিবারকে পাঁচ হাজার টাকা করে দুই লক্ষ টাকা পঞ্চাশ হাজার সম্মানী প্রদান করা হয়। এরপরে শহীদ মুক্তিযোদ্ধা ও বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।