1. ekhonbartabd@gmail.com : দৈনিক এখন বার্তা : দৈনিক এখন বার্তা
  2. info@www.ekhonbarta.com : দৈনিক এখন বার্তা :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনের একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়,নিয়মিত পাঠদান থেকে বঞ্চিত,ছাত্ররা সমাজে ক্রমশ নীতি-নৈতিকতাহীন মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে, সাংবাদিক জাহাঙ্গীর আলম কোভিড পরীক্ষার ভুল রিপোর্টের অভিযোগে দুই চিকিৎসকসহ তিনজনের বিরুদ্ধে মামলা জামালপুরে এনসিপির ৩০ সদস্যের সমন্বয় কমিটি ঘোষণা র‍্যাব পরিচয়ে অপহরণ চক্রের মূলহোতা আটক নগরে র‌্যাব -৭ এর অভিযানে ৫০ কেজি গাঁজা উদ্ধারসহ ৪ জন মাদক কারবারি আটক কোভিড, ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণে আতঙ্ক নয়, সচেতনতা জরুরি: মেয়র শাহাদাত চান্দগাঁও থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতি কালে আটক- ৬  চট্টগ্রাম বাকলিয়ায় জোড়া খুনের আসামি গ্রেপ্তার চট্টগ্রামে চন্দনাইশে রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে আহত ৮

দীর্ঘ ৬ বছর পর সরাসরি রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছেন খালেদা জিয়া

উৎসবের আলো
  • প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৭১ বার পড়া হয়েছে

 

নিউজ ডেস্ক

দীর্ঘ ৬ বছর পর সশরীরে রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। আগামী ২১ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইএমসি) জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কর্মসূচি রয়েছে।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি সৈয়দ ইশতিয়াক আজিজ উলফাত আজ বাসসকে জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামী ২১ ডিসেম্বর আমাদের মুক্তিযোদ্ধা সমাবেশে আসবেন। মহান বিজয় দিবস উপলক্ষে প্রতিবারের মতো এই মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করা হলেও এবারের আয়োজন আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য আত্নঅহংকার ও গৌরবের। কারণ, দীর্ঘ ৬ বছর পর পতিত স্বৈরাচারের রাজনৈতিক রোষানলে পড়া সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নির্দোষ ও কারামুক্ত হয়ে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হতে যাচ্ছেন। খবর বাসসের।

তিনি বলেন, শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমসহ আমি (উলফাত) ম্যাডাম বেগম খালেদা জিয়ার সাথে দেখা করে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়ে এসেছি। তিনি (বেগম খালেদা জিয়া) সম্মতি দিয়ে বলেছেন, শরীর ভালো থাকলে মুক্তিযোদ্ধাদের এই সমাবেশ তিনি আসবেন। আমাদের প্রত্যাশা বিএনপি চেয়ারপার্সন ম্যাডাম বেগম খালেদা জিয়া এই সমাবেশ যোগ দেবেন ইনশাল্লাহ।

বেগম খালেদা জিয়া কারামুক্ত হলেও প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে যোগ দেননি। ৫ আগস্ট বিপ্লবের পর তিনি নয়া পল্টনে বিএনপি আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি অংশ নিয়ে নেতা–কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছিলেন। এর আগে সর্বশেষ ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি ঢাকার ‘লা মেরিডিয়ান হোটেলে’ আয়োজিত বিএনপির বর্ধিত সভায় তিনি সভাপতিত্ব করেছিলেন। এটিই ছিলো তার স্বশরীরে অংশগ্রহনে শেষ রাজনৈতিক কর্মসূচি। এর তিনদিন পর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের মামলায় আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যান।

সৈয়দ উলফাত জানান, ২১ ডিসেম্বরের মুক্তিযোদ্ধা সমাবেশে সারাদেশ থেকে ৭১ এর রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা ঢাকার সমাবেশে যোগ দেবেন। মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান বলেন, মুক্তিযোদ্ধা সমাবেশে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও ভার্চুয়ালি যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনী বিভাগের আমন্ত্রণে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ ৬ বছর পর এটিই ছিলো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কোন সরকারি অনুষ্ঠানে সশরীরে প্রথম যোগদান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট