1. ekhonbartabd@gmail.com : দৈনিক এখন বার্তা : দৈনিক এখন বার্তা
  2. info@www.ekhonbarta.com : দৈনিক এখন বার্তা :
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন

লক্ষ্মীপুরে ফলন কমেছে সুপারির, বেড়েছে দাম

উৎসবের আলো
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১২ বার পড়া হয়েছে

 

মোশাররফ হোসেন লক্ষীপুর

মেঘনা নদীর উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের অন্যতম অর্থকরী ফসল সুপারি। এ জেলায় বছরে প্রায় ১ হাজার কোটি টাকা সুপারিতে লেনদেন হয়। তবে এবার ফলন কম হয়েছে। এতে বেশি দামে সুপারি বিক্রি করে বাগান মালিক ও গৃহস্থরা লাভবান হয়েছেন। ব্যবসায়ীদের মুখেও হাসি ফুটেছে। গতবারের ক্ষতি এ মৌসুমে কাটিয়ে ওঠার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে উৎপাদন কম হওয়ায় এবার প্রায় ৩০০ কোটি টাকা কম লেনদেন হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এবার ৭ হাজার ২০০ হেক্টর জমিতে সুপারি আবাদ হয়েছে। এতে প্রায় ৪০ হাজার মেট্রিক টন সুপারি উৎপাদন হয়। যদিও এবার ফলন কম ছিল। অন্যদিকে ২০২২ ও ২০২৩ সালেও একই পরিমাণ জমিতে সুপারির আবাদ হয়। ২০২২ সালে উৎপাদিত সুপারির হিসেব রাখা হয় না বলে তখন কৃষি বিভাগ জানিয়েছিল। তবে বেচাকেনায় প্রায় ১ হাজার কোটি টাকা লেনদেন হয়েছে বলে জানানো হয়। কিন্তু গেল মৌসুমে প্রায় ৩৫ হাজার মেট্রিক টন সুপারি উৎপাদন হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এছাড়া চলতি মৌসুমে উৎপাদন কম হলেও কৃষি বিভাগ তা দেখিয়েছে ৪০ হাজার মেট্রিক টন। তবে ব্যবসায়ীরা জানিয়েছে গত বছরের ফলনের চেয়ে এবার অন্তত ৫ হাজার মেট্রিক টন সুপারির উৎপাদন কম হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, লক্ষ্মীপুরের মাটির গুণাগুণ ও আবহাওয়া সুপারি চাষের জন্য উপযোগী। এ জেলার প্রায় প্রতিটি বাড়িতেই সুপারি গাছ রয়েছে। অনেকেই সুপারি বিক্রি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। সুপারি ব্যবসার সঙ্গে জেলার বহু মানুষ জড়িত। দেশের বিভিন্ন জেলায় এখানকার সুপারির চাহিদা রয়েছে। গেল বছর প্রায় ৩৫ হাজার মেট্টিক টন সুপারির ফলন হয়েছে। এবার ফলন কম হয়েছে। তবে সুপারির দাম বেশি ছিল। এতে বাগান মালিক ও গৃহস্থরা বেশ লাভবান হয়েছেন। গত বছর প্রতি পোন (৮০টি) সুপারি বিক্রি হয়েছে ১০০ থেকে ১২০ টাকা। চলতি বছর বিক্রি হচ্ছে ১৫০- ২০০ টাকা দামে। একটু বড় আকারের সুপারির পোন ২২০ টাকা পর্যন্ত কিনেছেন ব্যবসায়ীরা। এবার প্রতি কাউন (১৬ পোন) সুপারি ২৭০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত বেচাবিক্রি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট