1. ekhonbartabd@gmail.com : দৈনিক এখন বার্তা : দৈনিক এখন বার্তা
  2. info@www.ekhonbarta.com : দৈনিক এখন বার্তা :
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০১:৫২ অপরাহ্ন

চকরিয়া খুটাখালীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান ও জরিমানা

উৎসবের আলো
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৩ বার পড়া হয়েছে

চকরিয়া খুটাখালীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান ও জরিমানা

চকরিয়া উপজেলা প্রতিনিধি

চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে একজনকে জরিমানা সহ একটি স্যালো মেশিন আর শতফুট পাইপ ধ্বংস ও ইউনিয়নজুড়ে মাইকিং করেন উপজেলা প্রশাসন।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ফুলছড়ির বাঁশকাটা আর মেধের খাল ও খুটাখালী ছড়ার মূখে অভিযানটি চালানো হয়েছে।অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মোঃ এরফান উদ্দিন।
অভিযানের সত্যতা নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।তিনি জানান-সংবাদ প্রকাশের জের ধরে ঘটনাস্থলে গিয়ে দেখেছি সিন্ডিকেট করে বালু খেকোরা অবৈধভাবে বালু উত্তোলন করে চলছে।যা দেশের প্রচলিত আইন লঙ্ঘিত কাজ।তাই ইউনিয়নটির ৮নং ওয়ার্ডের ফুলছড়ির-বাঁশকাটা এলাকার মৃত তৈয়ম গোলালের ছেলে নুরুল ইসলাম নামের ব্যক্তিকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।পরে মেধের খাল ও খুটাখালী ছড়ার মূখ নামক স্হানে ১টি স্যালো মেশিন আর শতফুট পাইপ কেটে ধ্বংস করে দিয়েছি।একই খালে আরো ২/৩ টি স্হানে বালু উত্তোলনের খবর পেয়েছি। সেখানে অভিযান চালানো হবে।অভিযান শেষে ইউনিয়ন জুড়ে মাইকিং করার জন্য ভুমি অফিসকে নির্দেশ দিয়েছি।এরপরও যারা অবৈধ কাজে জড়িত থাকবে।তাদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর মিলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবো।
খুটাখালী ইউনিয়ন ভূমি অফিসের কর্মরত কামাল উদ্দিন জানান-উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশমতে পুরো ইউনিয়নের ৯ ওয়ার্ডে মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে যে,যারা অবৈধ বালু উত্তোলন ও পাহাড় কাটা বা মাটি বিক্রি করবেন।তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।তাই জড়িতদেরকে এসব কাজ পরিহার করার জন্য নির্দেশনা বা সর্তকতা জারি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট