1. ekhonbartabd@gmail.com : দৈনিক এখন বার্তা : দৈনিক এখন বার্তা
  2. info@www.ekhonbarta.com : দৈনিক এখন বার্তা :
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৭:৩৬ অপরাহ্ন

কক্সবাজারে বেলার আলোচনা সভা : অনিয়ন্ত্রি

উৎসবের আলো
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ২০ বার পড়া হয়েছে

কক্সবাজারে বেলার আলোচনা সভা : অনিয়ন্ত্রিত  সৈকতের পরিবেশ

 

এম কে আলম চৌধুরী কক্সবাজার

কক্সবাজারে বেলার আলোচনা সভা : অনিয়ন্ত্রিত অবকাঠামো নির্মাণের কারণে সংকটে পড়েছে কক্সবাজার সৈকতের পরিবেশ

কক্সবাজারের পর্যটন শিল্পকে আর্কষণীয় করতে গিয়ে পরিবেশের অবস্থা বেশ নাজুক হয়ে পড়েছে। পাশাপাশি সৈকতের প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় অনিয়ন্ত্রিত হোটেল রিসোর্ট এবং বিভিন্ন অবকাঠামো নির্মাণের কারণে সংকটে পড়েছে সৈকতের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য।
বৃহস্পতিবার(১২ ডিসেম্বর) দুপুরে কক্সবাজারের একটি তারকা হোটেলে অনুষ্ঠিত কক্সবাজারের পরিবেশ ও প্রতিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) আয়োজিত প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (ভারপ্রাপ্ত) তাসলিমা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তারা বলেন, সম্প্রতি কক্সবাজার সৈকতসহ উপকূলরেখায় যে ভাঙ্গন শুরু হয়েছে তা শুধুমাত্র শহরের পর্যটন আর্কষণকেই হুমকির মুখে ফেলছে না বরং স্থানীয় জেলেদের জীবিকাও ঝুঁকির মুখে ফেলছে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ রফিকুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ, কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ মারুফ হোসেন, কক্সবাজার চেম্বারের সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা ও সাংবাদিক মাহবুবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ রফিকুল হক বলেন, পর্যটনের দিক দিয়ে কক্সবাজার খুবই গুরুত্বপূর্ণ একটি এলাকা। যার কারণে কক্সবাজারে প্রতিবছর লাখ লাখ পর্যটক ঘুরতে আসে। তাই এ এলাকার পরিবেশ-প্রতিবেশ রক্ষা করা একটি সরকারি প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। তার জন্য প্রয়োজন সরকারি-বেসরকারী সবার সমন্বিত প্রচেষ্টা।
সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক মমতাজ উদ্দিন বাহারি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) কক্সবাজারের সভাপতি এইচএম এরশাদ, সাধারণ সম্পাদক কলিম উল্লাহ, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি উদয় শংকর পাল মিঠু, ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটির (ইয়েস) চেয়ারম্যান ও এপিপি এডভোকেট মুজিবুল হক, সাংবাদিক সাইফুর রহিম শাহিন ও কক্সবাজার প্রকৃতি ক্লাবের সভাপতি মাসউদুর রহমান মাসুদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট