সেনাবাহিনীর যৌথ অভিযানে আশুগঞ্জ উপজেলা অস্ত্র সহ গ্রেফতার-৩ জন
মোঃ শফিক ভূইয়া আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়াঃ-
. জেলা ব্রাহ্মণবাড়িয়া ৪ঠা সেপ্টেম্বর ২০২৪ইং তারিখ হইতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে সন্ত্রাসীদের গ্রেফতার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অভিযান অব্যাহত আছে ।
. আশুগঞ্জ ইউনিট কর্তৃক তথ্য উপাত্তের ভিত্তিতে বেশ কিছু দিন ধরে একটি ডাকাত দলের গতিবিধীর উপর ইউনিটের কায়দা কানুন ব্যবহার করে নজরধারী রাখা হচ্ছিল।
. ৭ই ডিসেম্বর ২০২৪ইং তারিখে ৭:০০ ঘটিকায় প্রাপ্ত তথ্য উপাত্তে কর্তৃক কায়দা কানুনের ভিত্তিতে,আশুগঞ্জ উপজেলার সন্ত্রাসী/শীর্ষ ডাকাত/অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতারের জন্য র্যাব ও পুলিশের সাথে আশুগঞ্জ ক্যাম্প হইতে বিএ-৮২০৯ মেজর মোঃ রিফাত হাসান (৩৩ বীর) এর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে।
. উক্ত অভিযানে(১) মোঃ মুছা মিয়া (৪৪),(২) মোঃ হুমায়ুন (৪৫) এবং(৩) মোঃ হাশেম মিয়া (৪২) কে গ্রেফতার করে। পরবর্তীতে ডাকাতদের প্রাথমিক জিজ্ঞাবাদের পর তাদের প্রদানকৃত তথ্য উপাত্তের ভিত্তিতে উক্ত ডাকাত দলের দুর্গাপুরে গোপন আস্তানায় অভিযান পরিচালনা করে ১০ ২২ মিঃ মিঃ বিদেশী রিভলভার (পাকিস্তানে তৈরি), ৩ রাউন্ড ২২ মিঃ মিঃ তাজা গুলি, ৩ রাউন্ড ১২ বোরের শর্ট বন্দুকের খালী খোসা, ২০রামদা, ০৪×ছুরি, ০১×চাইনিজ কুড়াল, ০১০ চাপাতি, ০২০ অ্যান্ড্রয়েড ফোন, ০৩× বাটন ফোন উদ্ধার করে।
. গ্রেফতারকৃত ব্যক্তিদের এবং উদ্ধারকৃত মালামাল,জেলা পুলিশ ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয় । আশুগঞ্জ থানায় মামলার রজু হয় ।