মোশাররফ হোসেন লক্ষীপুর
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দিতে ভেক্যু মেশিনের চাপায় কবির হোসেন ও রামগতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা চালক মো. সোহেল (৩৫) নিহত হয়েছেন।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে পৃথক দুর্ঘটনায় তারা নিহত হন।
জানা গেছে, লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি কবির হোসেন ভেক্যু মেশিনে চাপা পড়ে মারা যান।
কবির ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চাঁদখালী গ্রামের গুড়াজি বাড়ির মোহাম্মদ উল্যার ছেলে।
স্থানীয় লোকজন জানায়, লাহারকান্দির যুগিরহাট বাজারের দক্ষিণ চাঁদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণের কাজ চলছিল। সেখানে ভেক্যু মেশিন ভাড়া দেন কৃষকদল নেতা কবির হোসেন।
শুক্রবার বিকেলে কাজ চলাকালীন তিনি ভেক্যু মেশিনের পেছনে দাঁড়িয়েছিলেন। এ সময় অসাবধানতাবশত ভেক্যু মেশিনের সঙ্গে ধাক্কা লেগে তিনি একটি দেওয়ালের চিপায় পড়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, শুক্রবার বিকেলে রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড চরলক্ষ্মী গ্রামে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সোহেল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি অটোরিকশা চালক। তিনি ওই গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে।
স্থানীয় লোকজন জানায়, সোহেল নিজ বসতঘরের বৈদ্যুতিক মিটার থেকে সংযোগ নিয়ে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে যান। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।