ওমর, সিলেট -চট্টগ্রাম বিভাগীয় ব্যূরোচীফঃ-
ব্রাহ্মণবাড়িয়া বিজয় নগরে ভ্রাম্যমান আদালতে ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২ জন কে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান
. জেলা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা, চর ইসলামপুর ইউনিয়নের মৌজা হাঐখলা,৩রা ডিসেম্বর ২০২৪ইং রোজ মঙ্গল বার, দুপুর বেলা ১: ০০ ঘটিকার সময়,বিজয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মোজাহেরুল হক ভ্রাম্যমান আদালত এক অভিযান পরিচালনা করেন ।
. ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা কালে (১) শাহ আলম (৩৪), পিতা-ওয়াজ উদ্দিন, সাং মাশাউড়া,পোঃ-পত্তন, থানাঃ- বিজয়নগর জেলাঃ- ব্রাহ্মণবাড়িয়া (২) আসাদুল্লাহ (৩৩), পিতা- মাওলানা মোস্তফা কামাল সাং চর-ইসলাম পুর,পোঃ- নূরপুর,থানাঃ- বিজয়নগর জেলাঃ- ব্রাহ্মণবাড়িয়া কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০, সংশোধিত ২০২৩ এর ৪(খ) এর ১৫/১) ধারা মোতাবেক প্রত্যেককে ৫০,০০০/= টাকা করে মৌট-১,০০,০০০ (এক লক্ষ টাকা) (জরিমানা)অর্থদণ্ড প্রদান করে ।
. উক্ত অভিমান পরিচালনা করেন, জনাব মোহাম্মদ মোজাহেরুল হক, সহকারী কমিশনার (ভূমি), বিজয়নগর ব্রাহ্মাণবাড়িয়া, সহযোগিতায় মোঃ আবুল কাশেম, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা,পত্তন ইউনিয়ন ভূমি অফিস।সঙ্গীয় ফোর্স বিজয়নগর থানা ।