ভারতে বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলার প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:
ভারতে বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বান্দরবান জেলা বিএনপি।
৩ ডিসেম্বর মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে বান্দরবান শহরের প্রেস ক্লাব প্রাঙ্গণে জড়ো হয়ে মিছিল বের করে বিএনপি ও অঙ্গ সংগঠন। মিছিলটি শহরে পদক্ষিণ করে প্রেস ক্লাব প্রাঙ্গনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ভারত বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে মেতেছে। তারা ইতোমধ্যে আন্তর্জাতিক আইন অমান্য করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে হুমকি দিয়েছে। বাংলাদেশের মানুষ এর দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত।
মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা রিটল বিশ্বাস,সেলিম রেজা, জেলা জাসাস সভাপতি এডভোকেট আলমগীর চৌধুরী,সদস্য সচিব মো: ইউনুস, জাসাস উপজেলা নেতা মো: পারভেজ উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি মো: শহিদুল ইসলাম’সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।