মনছুরুল ইসলাম চৌধুরী কক্সবাজার
কক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে চারটি আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে। এসময় দুই রাউন্ড গুলিও উদ্ধার করা হয়।
সোমবার (২ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে শহরের সুগন্ধা বীচ এলাকার হোটেল প্রাসাদ প্যারাডাইস সংলগ্ন ঝাউবাগান থেকে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
আটকৃকতরা হলো, মহেশখালী পৌরসভার উত্তর ঘোনাপাড়ার জকরিয়া সওদাগরের পুত্র ইকবাল হোসেন ফয়সাল (৩৪) ও ছোট মহেশখালী লাম্বা ঘোনা এলাকার মোঃ আবুল কালামের পুত্র মোঃ আরমান হোসেন (৩৪)। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে দুইটি দেশীয় এলজি, দুটি একনলা বন্দুক।
গতকাল বিকালে প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ এই তথ্য জানান।
পুলিশ সুপার জানান, আগ্নেয়াস্ত্রসহ দুইজন লোক ঝাউবাগানে অবস্থান করার খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক আব্দুস সাত্তারের নেতৃত্বে একদল পুলিশ দ্রুত অভিযানে যায়। এসময় এসব অস্ত্রসহ দুইজনকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।