বান্দরবানে এপেক্স ক্লাব এর ডিস্ট্রিক্ট-০৩ কনভেনশন ২০২৪ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
এপেক্স ক্লাব অব বান্দরবান এর আয়োজনে বাংলাদেশ এপেক্স ক্লাব এর ডিস্ট্রিক্ট-০৩ কনভেনশন ২০২৪ এর অনুষ্ঠান ২৯ নভেম্বর শুক্রবার সকালে বান্দরবান হিলভিউ কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের পুলিশ সুপারের প্রতিনিধি হোসেন মোঃ রায়হান কাজেমী পিপিএম অতিরিক্ত এসপি, বান্দরবান পার্বত্য জেলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Apxn. এম সাইম টিপু জাতীয় সহ-সভাপতি বাংলাদেশের এপেক্স ক্লাব। Apxn. মোঃ আব্দুল মতিন সিকদার আইপিএনপি, এপেক্স ক্লাবস অব বাংলাদেশ। এপেক্স ক্লাব অব বান্দরবান৷ গভর্ণর Apxn. মোঃ জাহাঙ্গীর হোসেন, DG-3, বাংলাদেশের এপেক্স ক্লাবস, এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন Apxn. মোহাবুবুর রহমান লাইফ গভর্নর, চেয়ারম্যান এপেক্স ক্লাবস অব বাংলাদেশ। Apxn. দিলীপ কুমার বড়ুয়া সম্পাদক সভাপতি বুলেটিন, এপেক্সh বাংলাদেশ: এপিএক্সএন। অ্যাড. জয়নাল আবেদীন ভূঁইয়া আইপিপি, বান্দরবানের এপেক্স। Apxn. হাবিবুর রহমান, Apxn মজিবুর রশিদ, Apxn.আবু তালেব, এপেক্স ক্লাব অব চিম্বুক এর প্রেসিডেন্ট নুমং প্রু মারমা, এপেক্স ক্লাব অব চিম্বুক এর সেক্রেটারি এডভোকেট আলমগীর, সাংবাদিক মুহাম্মদ আলী, তরুণ Apxn আকবর হোসেন, মাওলানা মো: জমির প্রমুখ।