1. ekhonbartabd@gmail.com : দৈনিক এখন বার্তা : দৈনিক এখন বার্তা
  2. info@www.ekhonbarta.com : দৈনিক এখন বার্তা :
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন

কর্ণফুলীতে ছিনতাই চক্রের দুই সদস্যকে আটক

উৎসবের আলো
  • প্রকাশিত: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৮ বার পড়া হয়েছে

কর্ণফুলীতে ছিনতাই চক্রের দুই সদস্যকে আটক

গিয়াস উদ্দিন কর্ণফুলি

চট্টগ্রামের কর্ণফুলীতে ছিনতাই চক্রের দুই সদস্যকে আটক করে যৌথ বাহিনীকে সোপর্দ করেছে স্থানীয়রা।

শনিবার (৩০ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার বড়উঠান (৪ নম্বর ওয়ার্ড) চেয়ারম্যানঘাটা এলাকায় যাত্রী সেজে ছিনতাই করার সময় জনতা তাদের আটক করে। এ ঘটনায় সিএনজির ড্রাইভার পলাতক রয়েছে।

এ ঘটনায় দুপুরে ভুক্তভোগী আশরাফা ইসলাম রাহি (২৪) বাদী হয়ে কর্ণফুলী থানায় গ্রেপ্তার দুইজসহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

আসামিরা হলেন – পটিয়া জিরি ইউনিয়নের (৭ নম্বর ওয়ার্ড) সিরাজ মেম্বারের বাড়ির ইদ্রিস মিয়ার ছেলে ইয়াছিন আরাফাত (২১), একই এলাকার গুরা মিয়ার ছেলে মো. মাহবুবুল আলম (২২) এবং পটিয়া কুুসুমপুরা এলাকার পেয়ার আহমেদের ছেলে আবু বক্কর (২২)। তাদের মধ্যে ৩ নম্বর আসামি মাহবুবুল আলম পলাতক রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ওই নারী কর্ণফুলী ইপিজেডের পার্ক বাংলাদেশ কোম্পানি লিমিটেডের শ্রমিক। সে গত ২৭ নভেম্বর বিকেল সাড়ে পাঁচটায় ডিউটি শেষ করে নিজ বাড়ি সাতকানিয়া চলে যায়। পরে ৩০ নভেম্বর ডিউটিতে আসার জন্য সাতকানিয়া থেকে ঈগল বাস যোগে শিকলবাহা ক্রসিং আসেন।

পরবর্তীতে ঘটনার সময় টানেল হয়ে নিজ কর্মস্থল পতেঙ্গা যাওয়ার জন্য ক্রসিং থেকে সিএনজিতে উঠলে আসামিরা ওই নারীকে মুখ চেপে ধরে তার মোবাইল ছিনতাইয়ের জন্য ধস্তাধস্তি করেন। এরপর আসামিরা ওই নারীকে মারধর ও ছুরিকাঘাত করেন।

পরে আসামিদের সঙ্গে ওই নারীর ধস্তাধস্তির একপর্যায়ে সিএনজিটি বড়উঠান ৪ নম্বর ওয়ার্ড চেয়ারম্যানঘাটা এলাকায় পৌঁছালে সিএনজি অটোরিকশাটি উল্টে যায়। স্থানীয়রা সড়ক দুর্ঘটনা মনে করে এগিয়ে আসলে ভুক্তভোগী ওই নারী স্থানীয়দের বিষয়টি বুঝিয়ে বললে স্থানীয়রা দু’জনকে আটক করে পুলিশ ও সেনাবাহিনীকে ফোন করেন।

কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের মধ্যে দুইজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট