1. ekhonbartabd@gmail.com : দৈনিক এখন বার্তা : দৈনিক এখন বার্তা
  2. info@www.ekhonbarta.com : দৈনিক এখন বার্তা :
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাওলানা মামুনুল হককে দেখতে হাসপাতালে জামায়াতের আমির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিন: তারেক রহমান চট্টগ্রাম বিমানবন্দরে ৫০ লাখ বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক ভারতে বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলার প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ রামুতে নির্মিত হচ্ছে বাফুফে টেকনিক্যাল সেন্টার চসিকের ভেজালবিরোধী অভিযান, ৪৫ হাজার টাকা জরিমানা  হাসিনা ও মমতার ইন্ধনে আগরতলা হাইকমিশনে হামলা: নোমান প্রেস কাউন্সিলের নবনিযুক্ত চেয়ারম্যানের সাফল্য কামনা করে অভিনন্দন জানান, বাংলাদেশ বর্ডার গার্ড যেকোনো ধরনের সীমান্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিজিবি প্রস্তুত

৪ বছর আগের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

উৎসবের আলো
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১১ বার পড়া হয়েছে

 

সাদিয়া জেসমিন

সাভার (ঢাকা): ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন লেনী ফ্যাশনস ও লেনী অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) সামনে অবস্থান নেন তারা।

দুপুর ১টা পর্যন্ত তারা সেখানেই অবস্থান করছেন।

শ্রমিকদের অবরোধের মুখে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে।

তীব্র যানজটে পড়েছে যাত্রী ও সাধারণ পথচারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

শ্রমিকদের দাবি, বেপজা কর্তৃপক্ষের প্রতিশ্রুতি অনুযায়ী ৩০ নভেম্বরই পাওনাদি পরিশোধ করতে হবে। শ্রমিকরা ঢাকা ইপিজেডের কোনো কর্মকর্তার সঙ্গে কথা বলবেন না।

বেপজা চেয়ারম্যান উপস্থিত হয়ে আগামী ৩০ নভেম্বর সব পাওনা পরিশোধের ব্যবস্থা করলে আন্দোলন স্থগিত হবে।

শ্রমিকরা জানান, শ্রম আইন অনুযায়ী কোনো ধরনের পাওনা পরিশোধ না করেই লেনী ফ্যাশন ও লেনী অ্যাপারেলস কারখানা বন্ধ করে দেওয়া হয়। কারখানা বন্ধের চার বছর পেরিয়ে গেলেও প্রায় সাড়ে সাত হাজার শ্রমিকের পাওনা পরিশোধ করা হয়নি। পাওনা পরিশোধের দিন বার বার ধার্য করেও কথা রাখেনি বেপজা কর্তৃপক্ষ। শ্রমিকদের ধৈর্যের বাধ ভেঙে গেছে। পাওনা পরিশোধ না করা পর্যন্ত সড়ক ছাড়বেন না তারা।

বিক্ষোভ থেকে মোহাম্মদ আলী নামের এক শ্রমিক  বলেন, আমি লেনী অ্যাপারেলস লিমিটেডে কাজ করতাম। কোনো ধরনের নোটিশ ছাড়াই হঠাৎ কারখানা বন্ধ করে দেওয়া হয়। এতে করে প্রায় সাড়ে ৭ হাজার শ্রমিককে ফেলা হয় অনিশ্চয়তায়।

তিনি বলেন, এক মাসের বেতনসহ বিভিন্ন পাওনা মিলিয়ে আমি প্রায় ৪৪ হাজার টাকা পাব। চার বছর অতিবাহিত হলেও সেই টাকা আজও আমরা পাইনি। আগামী ৩০ নভেম্বর শ্রমিকদের পাওনাদি পরিশোধের তারিখ নির্ধারণ করা হয়েছে। এমন তারিখ অসংখ্যবার দিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু কোনো শ্রমিকের পাওনা পরিশোধ করা হয়নি। আগামী ৩০ নভেম্বরও পাওনা পরিশোধ করা হবে না- এমন ধারণা থেকেই শ্রমিকেরা সড়কে নেমেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক শিল্প পুলিশের এক কর্মকর্তা  বলেন, ওই কারখানার শ্রমিকদের বকেয়া বেতন ও পাওনাদি রয়েছে। সেই পাওনা পরিশোধের দাবিতে সকাল সাড়ে ৭টার দিকে শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন  বলেন, নানা সংকটের মুখে ২০২১ সালে ডিইপিজেডের কারখানা লেনী ফ্যাশন ও লেনী অ্যাপারেলস বন্ধ হয়ে যায়। তবে এখন পর্যন্ত কারখানা শ্রমিকদের সার্ভিস বেনিফিটসহ বিভিন্ন পাওনা পরিশোধ করা হয়নি। ৪ বছরেও পাওনা পরিশোধ না করায় শ্রমিকেরা সড়কে নেমেছেন।

ডিইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবহানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে জানান। পরে কথা বলবেন বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট