মিছিলের প্রস্তুতি, চট্টগ্রামে আওয়ামী লীগের ৬ নেতা গ্রেফতার
মোহাম্মদ মাসুদ
সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতি নেয়াকালে আওয়ামী লীগের ৬ নেতাকে গ্রেফতার করেছে পাহাড়তলী থানা পুলিশ।
আজ মঙ্গলবার রাত ১১ টা নাগাদ পাহাড়তলীর সরাইপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা বেশ কিছুদিন যাবত সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর সাবের আহমেদের বাসায় অবস্থান করছিল।
পাহাড়তলী থানা পুলিশ বলেছে, রাতে তারা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে একটি মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল।
গ্রেপ্তারকৃত ৬ জন হচ্ছে, যুবলীগের সক্রিয় কর্মী আব্দুর রহিম (৩২), মীরসরাই ১৩নং মায়ানী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আবু হেনা (৪২), মায়ানী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোমিনুল ইসলাম (৩৪), মীরসরাইর ১২নং খৈয়াছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনুর রশিদ (৪৮), খৈয়াছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদ উদ্দিন খান (৪৮) এবং মীরসরাই ১৩নং মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইয়াছিন উল্লাহ (৪৪)।
আজ তাদের আদালতে হাজির করা হবে বলেও পাহাড়তলী থানা পুলিশ জানিয়েছে।