মোঃ সোহরাব হোসেন
চট্টগ্রামে তিন কোটির টাকার বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় তিন কোটির টাকার বৈদেশিক মুদ্রাসহ এক বিমান যাত্রীকে আটক করেছে চট্টগ্রাম কাস্টম হাউজ।
নিরাপত্তা শাখা (এভসেক), বিমান বাহিনী টাস্ক ফোর্স ও গোয়েন্দা সংস্থা কাস্টম হাউজ মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে যৌথ অভিযান চালিয়ে যাত্রী দুলাল জমাদ্দারকে আটক করে।
জানা গেছে, মঙ্গলবার সকালে ইউএস-বাংলা এয়ারলাইনসের BS-343 ঢাকা-চট্টগ্রাম হয়ে দুবাইগামী কানেক্টিং ফ্লাইটের যাত্রী দুলাল জমাদ্দারকে সন্দেহজনক মনে হলে দায়িত্বরত কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ ও পরে তার ব্যাগ তল্লাশি করে ৯ লক্ষ ২১ হাজার ৫০০ সৌদি রিয়াল পান। যা বাংলাদেশী টাকায় ২ কোটি ৯৩ লক্ষ ৮৬ হাজার টাকা।
বিমানের যাত্রী দুলাল জমাদ্দারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে চট্টগ্রাম কাস্টম কর্তৃপক্ষ।