স্পোর্টস ডেস্ক
লক্ষ্য যতটা আন্দাজ করা হয়েছিল, তার চেয়ে বরং কমই হয়েছে। কারণ তাসকিন আহমেদের ক্যারিয়ার সেরা বোলিং।
ডানহাতি এই পেসারের ৬ উইকেটে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ১৫২ রানেই বেঁধে দেয় বাংলাদেশ। কিন্তু ৩৩৪ রান তাড়া করতে নেমে ব্যাটিংয়ে আবারও সেই হতাশার গল্প।
চতুর্থ দিন শেষে বড় পরাজয়ের মুখই দেখছে বাংলাদেশ। ৭ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ কেবল ১০৯ রান।
জাকের আলী ১৫ ও হাসান মাহমুদ শূন্য রানে অপরাজিত আছেন।
বাংলাদেশের টপ অর্ডারে ধস নামাতে খুব একটা সময় লাগেনি কেমার রোচ ও জেইডেন সিলসের।
যার ফলে ৫৯ রানের ভেতরই সাজঘরে ফেরেন পাঁচ ব্যাটার। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ উইকেটে এসেই পাল্টা আক্রমণ শুরু করেন। কিন্তু ৪৬ বলে ৫ চার ও ১ ছক্কায় তার ইনিংসটি থেমে যায় ৪৫ রানে। এরপর বাংলাদেশের হার এখন অবশ্যম্ভাবী!
ক্যারিবিয়ানদের হয়ে রোচ ও সিলস দুজনেই শিকার করেন তিনটি করে উইকেট। এছাড়া বাকি একটি নেন শামার জোসেফ।