বান্দরবানে টিসিবির মালামাল অবৈধ বস্তাজাতকৃত অবস্থায় জব্দ
মোঃ আলী বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের টিসিবির এর মালামাল অবৈধ ভাবে বিক্রি করার জন্য বস্তাজাত করার সময় হাতেনাতে ধরেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর বান্দরবান জেলা শাখার ছাত্র প্রতিনিধিরা। ২১ নভেম্বর-২০২৪ ইং বুধবার রাত সাড়ে ১০টায় বান্দরবান পৌরসভার পাশে এস.এ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিসের পেছন থেকে মালামাল জব্দ করা হয়।
টিসিবির মালামাল এর ডিলার নিকট হতে ম্যাজিস্টেট উপস্থিতে মালামাল অবৈধ বস্তাজাত করণ সম্পর্কে ডিলার নিকট জানতে চাইলে তার দেওয়া হিসাবের সাথে আকাশ ছোঁয়া ব্যবধান পরিলক্ষিত হয়।
হিসাবের মিল পাওয়া না যাওয়ায় উক্ত টিসিবির মালামাল জব্দ করে বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ছাত্রদের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।