গিয়াস উদ্দিন কর্ণফুলী প্রতিনিধি
চট্টগ্রামে কর্ণফুলীতে নিষিদ্ধ হওয়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মো. সাইফুল ইসলাম আকাশ (২৮) নামে এক নেতাকে গ্রেফতার করেছে কর্ণফুলী থানা পুলিশ।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার দক্ষিণ শিকলবাহা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।
গ্রেফতার আকাশ দক্ষিণ শিকলবাহা (৬ নম্বর ওয়ার্ড) দরবার পাড়া এলাকার মো. আলমের ছেলে। সে দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংগঠনিক পদপ্রার্থী ছিল বলে জানা গেছে।
ওসি মনির হোসেন বলেন, বাকলিয়া থানার ভাঙচুর মামলায় তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।