গিয়াস উদ্দিন কর্নফুলি
চট্টগ্রামের কর্ণফুলীতে পণ্যের মোড়কে আগাম উৎপাদন তারিখ, জরিমানা
পণ্যের প্যাকেটে আগাম উৎপাদন তারিখ থাকায় চট্টগ্রামের কর্ণফুলীতে একটি বেকারি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার খোয়াজনগর সৈন্যারটেক এলাকার হোসেন ফুড এন্ড কনফেকশনারী নামের ওই প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত অভিযানের নেতৃত্ব দেন। পরে প্রতিষ্ঠানটির মালিক জরিমানার টাকা পরিশোধ করেন। পাশাপাশি মূল্য তালিকা না রাখাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে আরও ৪টি প্রতিষ্ঠানকে সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে ইউএনও মাসুমা জান্নাত বলেন বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে হোসেন ফুড এন্ড কনফেকশনারী বেকারিতে অভিযান চালানো হয়। এসময় প্রতিষ্ঠানটির খাদ্য পণ্যের প্যাকেটে আগাম উৎপাদন তারিখ দেখা যায়। এছাড়াও এ বেকারি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণ করছিল। এসব অপরাধে প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, অভিযানে থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।