চট্রগ্রাম চান্দগাঁওয়ে ঘরে বসেছিল জুয়ার আসর,জুয়া খেলার সরঞ্জাম, টাকাসহ ৯ জনকে আটক
মোঃ সোহরাব হোসেন
জুয়া খেলার সরঞ্জাম, টাকাসহ ৯ জনকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানার পুলিশ।
মঙ্গলবার (১৯ নভেম্বর) নগরীর চান্দগাঁও থানাধীন ফরিদ পাড়া জমিরুল ইসলামের একটি ঘর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মোঃ ইব্রাহিম (৪২), মোঃ সামছুদ্দিন (৩৫), মোঃ নাছির উদ্দিন (৪০), মোঃ আকতার কামাল (২৮), মোঃ জসিম (৩০), মোঃ আকতার কামাল (২৮), মোঃ শহিদ উল্যা (৪৬), নুর মোহাম্মদ (৪০), নুর মোহাম্মদ (৪০) ও ওয়াজ উদ্দিন তালুকদার (৩৮)।
পুলিশ জানায়, চান্দগাঁও থানাধীন ফরিদ পাড়া জমিরুল ইসলামের একটি ঘরে জুয়া খেলার আসর বসেছে এই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৯ জনকে আটক করা হয়। এ সময় জুলা খেলার সরঞ্জাম তাশ ও নগদ ১৪৫০ টাকা জব্দ করা হয়েছে।
আটক আসামিদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।