কক্সবাজার হেশখালীতে যুবলীগের সভাপতি মিন্টু গ্রেফতার
এম কে আলম চৌধুরী
মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও বর্তমান ইউপি সদস্য জিল্লুর রহমান মিন্টুকে গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইছার হামিদ।
বুধবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার বড় মহেশখালী নতুন বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জিল্লুর রহমান মিন্টু বড় মহেশখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।
সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থানে কক্সবাজারে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে অস্ত্রসহ হামলার অভিযোগও রয়েছে এই মিন্টুর বিরুদ্ধে।
এ বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইছার হামিদ জানান, বড় মহেশখালী নতুন বাজার থেকে জিল্লুর রহমান মিন্টু নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।