মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ
স্টাফ রিপোর্টার -খাগড়াছড়ি
মাদকাসক্তি একটি সামাজিক সমস্যা, সামাজিক আন্দোলনের মাধ্যমেই এটি নিমূর্ল করা সম্ভব। আজ সোমবার সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশে বক্তারা আরো বলেন, মাদকের ছোবলে ব্যক্তি ও সামাজিক জীবন বিপন্ন হয়ে যায়। মাদকের আগ্রাসন রোধে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে সচেতনতা শুরু করতে হবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলম এ সমাবেশ সভাপত্বিত করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ির জেলা প্রশাসক সহিদুজ্জামান, পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল, সিভিল সার্জন ডা: মোহাম্মদ ছাবের, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসে এম মোসলেম উদ্দিন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য। সমাবেশে শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।