বান্দরবানে জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ১০ জনের জামিন
মোঃ আলী স্টাফ রিপোর্টার
বান্দরবানে জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ১০ সদস্যের জামিন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৮ নভেম্বর) দুপুরে বান্দরবান জেলা ও দায়রা জজ মো. মোসলেহ উদ্দিন আসামিদের জামিন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, বান্দরবান জেলার থানচি থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় জামাতুল আনসার ফিল হিন্দাল সারকিয়ার ১৩ সদস্যের জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী। এদের মধ্যে ৩ জন হাইকোর্ট থেকে জামিন লাভ করায় শুনানি শেষে আদালত বাকী ১০ সদস্যের জামিন মঞ্জুর করেন।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর ৪ টি মামলায় জামাতুল আনসার ফিল হিন্দাল সারকিয়ার ৩২ সদস্যের জামিন মঞ্জুর করার একদিন পর আবার তাদের জামিন বাতিল করে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালত।
উল্লেখ্য, সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আস্তানায় প্রশিক্ষণ নেয়া এবং জঙ্গি তৎপরতা চালানোর অভিযোগে গত বছর বান্দরবানের বিভিন্ন জায়গা থেকে জামাতুল আনসার ফিল হিন্দাল সারকিয়ার বেশ কয়েকজন সদস্যকে আটক করেছিল র্যাব ও গোয়েন্দা পুলিশ।
পরে বিভিন্ন উপজেলায় তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়। এদের মধ্যে থানচি থেকে ২১ জন, রুমা থেকে চারজন, নাইক্ষ্যংছড়ি থেকে দুজন এবং বান্দরবান সদর থেকে পাঁচজনকে আটক করা হয়।