কর্ণফুলীতে পরোয়ানাভুক্ত নারী আসামি গ্রেপ্তার
গিয়াস উদ্দিন কর্ণফুলি প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলীতে চেকের মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত নারী আসামি হোসনে আরা বেগম (৪২) -কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শিকলবাহা বিল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন। গ্রেপ্তার হোসনে আরা বেগম শিকলবাহা বিল্লাপাড়া এলাকার রফিক আহমেদের স্ত্রী।
ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, কর্ণফুলী থানার সিআর মামলা-৬০২/২৪ এর পরোয়ানা ভূক্ত আসামী ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।