লায়ন চৌধুরী আনোয়ারুল আজিজ
আনোয়ারার পরৈকোড়া ইউনিয়নের কৈখাইন গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে পুড়ে ছাই হয়েছে ৬ পরিবারের মাথা গোঁজার ঠাঁই।
সোমবার (১৮ নভেম্বর) ভোররাতে কৈখাইন উত্তরপাড়া রাহাতের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সব কিছু পুড়ে ছাই হয়ে যাওয়ায় খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করতেছেন তারা।
ঘটনা সূত্রে জানা যায়, একই বাড়ির ফাতেমার ঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে অগ্নিকাণ্ডের সময় ফাতেমার পরিবারের কোনো সদস্যই বসতঘরে ছিলেন না।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন, কৈখাইন গ্রামের চুন্নুু মিয়ার পুত্র নুর মোহাম্মদ(৬৫), সাহেব মিয়া (৪০), মোহাম্মদ ইউনুসের পুত্র দিদার মিয়া (৩০), মহিউদ্দিন (২৮), মোহাং দেলোয়ার (২৫) ও কন্যা মরিয়ম বেগম (৩০)।
ক্ষতিগ্রস্ত প্রবাসী মোহাম্মদ জসীম জানান, আমার প্রায় ৬ ভরি স্বর্ণ, নগদ অর্থ প্রায় ১,৪০,০০০ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়াও পুড়েছে পাসপোর্টসহ প্রবাসে যাওয়ার নানা গুরুত্বপূর্ণ কাগজপত্র।
কৈখাইন ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আমি আসি। এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত সময়ের মধ্যে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আনোয়ারা ফায়ার স্টেশনের সাব অফিসার মংসুইনু মারমা বলেন, স্থানীয় এক ব্যক্তির তথ্যের ভিত্তিতে আমরা ২৬মিনিটে ঘটনাস্থলে পৌছায়। আমরা গিয়ে দেখতে পাই, আগুন জ্বলছে ২-৩টি বসতঘরে। মাত্র আধা ঘন্টার চেষ্টায় আমাদের একটি ইউনিট আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে। ক্ষয়ক্ষতি আনুমানিক সাড়ে তিন লক্ষ টাকা হতে পারে।