কুতুবদিয়া মা-মেয়ে খুনের জট ২০ দিনেও খোলেনি আগামীকাল এলাকাবাসির মানববন্ধন
এম কে আলম চৌধুরী
কুতুবদিয়ায় মা-মেয়ে হত্যাকান্ডের ঘটনার রহস্য বের হয়নি ২০ দিনেও। ইতিমধ্যে এজাহার নামীয় আসামী স্বামী নুরুল আবছার প্রকাশ নুরু সওদাগরের ২ দফা রিমান্ড শেষ হয়েছে। আবারো তাকে নেয়া হতে পারে রিমান্ডে।
গত ২৫ অক্টোবর জুমার নামাজের সময় গৃহবধু রুনা আক্তার ও তার ৫ বছর বয়সী মেয়ে জারিয়া নির্মমভাবে আলী আকবর ডেইল শান্তিবাজারে নিজ বাড়িতেই খুন হন।
তখন বিভিন্ন সূত্র ধরে স্বামী নুরু, সাকিব হাসান ও মোশাররফকে আটক করে পুলিশ। ২৬ অক্টোবর রাতে নিহত রুনা আক্তারের বড় ভাই সিরাজদৌল্লাহ বাদী হয়ে রুনার স্বামী নুরুল আবছার নুরু সওদাগর এজাহারভুক্ত আসামী করে অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে থানায় মামলা করেন।
প্রথম ৩দিনের রিমান্ডে কোন তথ্য না মেলায় পরবর্তীতে ফের ৪ দিনের রিমান্ডে নেয়া হয় নুরু সওদাগরকে। এবারেও তেমন গুরুত্বপূর্ণ ক্লু বের হয়নি। যা পেয়েছে তার উপর জিজ্ঞাসাবাদ, নজরদারি অব্যাহত রেখেছে পুলিশ।
নিহত রুনার ভাই গিয়াস উদ্দিন বলেন, তার বোন, ভাগ্নি হত্যার ২০ দিন চলে গেছে। আইন শৃংখলা বাহিনীর কয়েকটি টিম কাজ করছে। কিন্তু হত্যার সাথে কে বা কারা জড়িত তা এখনো তারা জানাতে পারেনি। জোড়া খুনের রহস্য উদ্ঘাটন না হওয়া ও অপরাধী সনাক্ত না হওয়ায় তারা উদ্বিগ্ন।
তিনি আরো বলেন , আমাদের বোন-ভাগ্নীসহ সম্প্রতি আরো একাধিক হত্যাকান্ডের বিচারের দাবিতে আগামীকাল রবিবার কুতুবদিয়া উপজেলা গেইটে মানববন্ধনের ডাক দিয়েছেন তারা।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরমান হোসেন সাংবাদিকদের বলেন, মা-মেয়ে হত্যাকান্ডের ঘটনায় নুরু সওদাগরের ২ দফা রিমান্ড শেষে কিছুটা অগ্রগতি বা যা তথ্য মিলেছে তার ওপর যাচাই বাছাই ও জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের স্বার্থে বিষয়টা প্রকাশ করা যাচ্ছেনা। প্রয়োজন হলে আসামীকে ফের রিমান্ডের আবেদনও করা হতে পারে।