মোঃ সোহরাব হোসাইন
ইলিয়াস ফুটবল একাডেমির বড় জয়ের দিনে কম যায়নি চট্টগ্রাম। চট্টগ্রাম বাংলাদেশ সময় আজ বিকেলে ২০২৪ প্রথম বাছাই পর্বের ম্যাচে মুন্না ফুটবল একাডেমিকে ৪-০ গোলে হারিয়ে প্রথম ম্যাচে চ্যাম্পিয়নরা।
প্রথম গোল করেছেন রেদোয়ান। পরবর্তী দ্বিতীয় গোলই করেছেন ইলিয়াস। ইলিয়াস দ্বিতীয় গোলের পর নজরুল তৃতীয় ও চতুর্থ গোলটি করেছেন।
এবারের বাছাইপর্বে ইলিয়াস ফুটবল একাডেমির এটি পঞ্চম ও টানা দ্বিতীয় জয়। ১০ ম্যাচে সমান ১৬ পয়েন্ট নিয়েও গোল পার্থক্যে মুন্না ফুটবল একাডেমি পেছনে থেকে ইলিয়াস ফুটবল একাডেমি আছে পয়েন্ট তালিকার চারে। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে ইলিয়াস ফুটবল একাডেমি। ২ দলের মধ্যে বাছাইপর্ব থেকে শীর্ষ দুটি দল সরাসরি খেলবে ২০২৪। দ্বিতীয় খেলে সুযোগ পেতে পারে ইলিয়াস ফুটবল একাডেমির দলটিও।
বড় জয় এর প্রথম গোলের জন্য ০২ মিনিট অপেক্ষা করতে হয় ইলিয়াস ফুটবল একাডেমি। মুন্না ফুটবল একাডেমি বক্সে ইলিয়াস ফুটবল একাডেমির একটি আক্রমণ ঠেকাতে গিয়ে হ্যান্ডবল করেন। রেফারির সঙ্গে লম্বা আলোচনার পর মনিটরে ফুটেজ দেখে সিদ্ধান্ত দেন রেফারি। এবং পরবর্তীতে ৪-০ চট্টগ্রামের ইলিয়াস ফুটবল একাডেমির তারকা দারুণ এক ক্রেস নিয়ে আসেন দলকে।
ইলিয়াস ফুটবল একাডেমি দ্বিতীয় গোলটি পায় ১০ মিনিটে। এবারও রিয়াদ, এবার গোলদাতা ইসমাইল, এবারও চট্টগ্রাম ইলিয়াস ফুটবল একাডেমির খলনায়ক সেই ইলিয়াস। এবার অবশ্য হ্যান্ডবল নয়, রেফারি পেনাল্টির বাঁশি বাজিয়েছেন ইলিয়াসকে হলুদ কার্ড দিয়ে দেয়।
প্রথম দুই গোল পেনাল্টি থেকে পেলেও ইলিয়াস ফুটবল একাডেমির তৃতীয় গোলটি ছিল অসাধারণ। ইলিয়াস ফুটবল একাডেমির চিরায়ত সৌন্দর্য ছিল রিয়াদের পেরেইরার গোলে। ম্যাচের বয়স তখন ৪০ মিনিট, ডান পাশ থেকে ক্রস করেন ইলিয়াস। দুর্দান্ত এক সিজার-কিক ভলিতে গোল করেন ইসমাইল। ইলিয়াস ফুটবল একাডেমি জার্সিতে নয় ম্যাচে ফুলহাম মিডফিল্ডারের এটি দ্বিতীয় গোল।
৩ মিনিট পরে রিদোয়ান নিজেই গোল করেন। মাঠের পেনাল্টি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত এক ভলিতে গোলটি করেন ইলিয়াস। ইলিয়াস ফুটবল একাডেমির জার্সিতে টানা দ্বিতীয় ম্যাচে গোল পেলেন ১৮ বছর বয়সী ফুটবলার।
নভেম্বরে সেমি ফাইনালে বাছাইপর্বে ইলিয়াস ফুটবল একাডেমি পরের দুটি ম্যাচ খেলবে মুন্না ফুটবল একাডেমি বিপক্ষে।