ঁচট্রগ্রাম পাহাড়তলীতে চালের আড়তকে দেড় লাখ টাকা জরিমানা
সোহরাব হোসেন
নগরীর চট্টগ্রাম মেট্টো শাখা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেসার্স খাজা ভান্ডারের চালের গুদামে অভিযান চালানো হয়েছে।
আজ শুক্রবার (১৫ নভেম্বর) চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন এলাকায় মেসার্স খাজা ভান্ডারের চালের গুদামে এনএসআই চট্টগ্রাম মেট্টো শাখার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও পাহাড়তলী থানা পুলিশের সমন্বয়ে অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক আনিসুর রহমান, রানা দেব নাথ ও ভোক্তাধিকার কর্মকর্তাসহ অন্যান্যরা।
অভিযানে উক্ত প্রতিষ্ঠানটি রেশনের চাল সংরক্ষণ করে মেসার্স আশুগঞ্জ ট্রেডার্স, চিংড়ি মাছ মার্কা ও আপেল প্রিমিয়ামসহ একাধিক ব্রান্ডের বস্তায় মোড়কজাত করে স্থানীয় বাজার ও পাইকারীভাবে বিক্রি করতো প্রমাণ মিলে।
এছাড়াও অভিযান চলাকালীন বিভিন্ন প্যাকেট/বস্তায় চালের ওজনর কারচুপির করার অভিযোগের প্রেক্ষিতে মেসার্স খাজা ভান্ডারের প্রোপাইটর মো. শাহাবুদ্দিনকে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মালিকপক্ষকে মৌলিক সতর্কতাসহ লিখিত কারণ দর্শানোর নির্দেশনা দেয়া হয় এবং বিভিন্ন ব্র্যান্ডে মোড়কজাতকৃত বস্তা নষ্ট করা হয়।