সুন্দরবনে, আরো বেড়েছে জলদস্যুতের ও বনদস্যুর উৎপাত, আতঙ্কে বনজীবীরা,
শেখ শহিদুল ইসলাম মিঠু খুলোনা
নজরদারির অভাবে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে দীর্ঘদিন পর আবার ডাকাতের উৎপাত বেড়েছে, ইটি মধ্য বনজীবীদের অপহরণ করে মুক্তি আদায়ের খবর পাওয়া যাচ্ছে, ধারালো অস্ত্র ও বন্দুক নিয়ে বনজীবীদের সব কেড়ে ও নিচ্ছেন দস্যুরা,, নতুন নতুন ঢাকায় দলকে বোনের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতে দেখা কথা জানিয়েছেন স্থানীয় বনজীবীরা,
সাম্প্রতি মুক্তিপণ দিয়ে ফিরে আসা ও বনদস্যদের হাত থেকে উদ্ধার হওয়া জেলেদের কাছ থেকে জানা যায়, খুলনার কয়রা ডাকব ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলা জুড়ে বিস্তৃতি পশ্চিম সুন্দরবনে আসাবুর বাহিনী, শরিফ বাহিনী আবদুল্লাহ বাহিনী মঞ্জুর বাহিনী দয়াল বাহিনীর নামে বনদস্যদের নতুন কয়েকটি দল তৎপরতা শুরু করেছে, গত বাসি আগস্ট রাজনৈতিক পদ পরিবর্তনের পর জেল ভেঙ্গে পালিয়ে আসা কয়েদিও চিহ্নিত আসামিরাও সুন্দরবনে দস্যুতা শুরু করেছেন, তারা সুন্দরবনে মৎস্য আহরণ যাওয়া জেলেদের, কাজ থেকে মাছ টাকা মুঠোফোন সহ সবকিছু কেড়ে নিচ্ছেন, এমনকি বনে ঢুকলে জেলেদের কাছ থেকে বিপুল অংকের চাঁদাও দাবি করছেন,।
গত তিন মাসে পশ্চিম সুন্দরবনে অন্তত তিনটি অপহরণের ঘটনার খবর পাওয়া গেছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন এর বাইরেও অপহরণের ঘটনা ঘটলেও জেলেরা পরবর্তী ঝামেলা এড়াতে প্রকাশ করতে চান না, বন বিভাগ ও পুলিশ সূত্রে জানা গেছে ২০১৬ থেকে ২০১৮ সালে অক্টোবর পর্যন্ত ধাপে ধাপে সুন্দরবন অঞ্চলের ৩২ টি দস্যবাহিনীর ৩২৮ জন দস্যু ৪২৬ টি অস্ত্র ও ২২ হাজার ৫০৪ টি গোলাবারুদ সহ আত্মসমর্থন করেছিলেন, পরে ২০১৮ সালের একই নভেম্বর প্রাণ বৈচিত্র্য ভরা সুন্দরবনকে দস্যমুক্ত ঘোষণা করা হয়, ৮ই নভেম্বর সুন্দরবনের মালঞ্চ নদের সাত নলা ধুনে এলাকায় মাছ ধরার সময় অস্ত্রধারী বনদস্যু বাহিনীর হাতে জিম্মি হন কয়রা,, উপজেলার কালিকাপুর গ্রামে আতাহার হোসেন ( ৩৫ )ও রফিকুল ইসলাম (৩৮ )এই ছেলেদের বহরে চারটি নৌকায় ৮ জন জেলে ছিলেন,
মুক্তিপণের দাবিতে দুই ছেলেকে আটকে রেখে অন্যদের ছেড়ে দেন দস্যুরা, এই বাহিনীর অনেকেই আগে মজনু বাহিনীর সদস্য ছিলেন বলে দাবি ফিরে আসা জেলেদের জেলে রবিউল ইসলাম ও আসাদুর গাজী বলেন তার কয়েকদিন আগে সুন্দরবনে প্রবেশ করে বনের ফিরি এলাকায় মাছ শিকারের পর কত বৃহস্পতিবার মালঞ্চ নদী পৌঁছান, প্রভার সকালে সেখানকার সাত নলার গুনে এলাকায় মাছ শিকারের সময় দয়াল বাহিনীর পরিচয় বনদস্যদের একটি দল তাদের জিম্মি করে, এ সময় দুই ছেলেকে উঠিয়ে নিয়ে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা,ছবির চিত্র ছবি