1. ekhonbartabd@gmail.com : দৈনিক এখন বার্তা : দৈনিক এখন বার্তা
  2. info@www.ekhonbarta.com : দৈনিক এখন বার্তা :
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ভিক্ষুক নারীকে রাত্রিবেলা তুলে নিয়ে ধর্ষন,সিএনজি চালক আটক চব্বিশে ছাত্র-জনতা-সৈনিকদের গণঅভ্যুত্থানই গণতন্ত্র, ড. ইউনূসের সরকার নির্বাচিত: ফরহাদ মজহার টেকনাফে নদী থেকে ২৬ জেলেকে ধরে নেওয়া,  আরাকান আর্মির কাছ থেকে ফেরত আনল বিজিবি, রোহিঙ্গা ক্যাম্পে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও জাতিসংঘের মহাসচিব কক্সবাজার উখিয়ায় দুষ্কৃতিকারীর গুলিতে বন্যহাতির মৃত্যু প্রধান উপদেষ্টার কক্সবাজার সফর ঘিরে দ্রুত ৫০০ শয্যার হাসপাতালের জোর দাবি কিডনি চিকিৎসা সহজলভ্য করতে হবে: মেয়র শাহাদাত কোরআনের শাসন ছাড়া মানবতার মুক্তি সম্ভব নয়, জামায়াতের ইফতার মাহফিলে : মোঃ শাহজাহান সারাদেশের ন্যায় কক্সবাজার জেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ১৫ মার্চ ছফুরা ইসলামিয়া বালিকা এতিমখানায় ইফতার মাহফিলে, কক্সবাজার জেলা প্রেসক্লাব

বিএনপির দুগ্রুপের মধ্যে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে,

উৎসবের আলো
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৭৩ বার পড়া হয়েছে

 

সোহরাব হোসেন

বাকলিয়ায় বিএনপির দুপক্ষে দফায় দফায় সংঘর্ষ
চট্টগ্রাম নগরের বাকলিয়ার এক্সেস রোড এলাকায় বিএনপির দুপক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের শুরু থেকেই দুপক্ষ একে অপরকে লক্ষ্য করে ইপাটকেল নিক্ষেপ করে। এছাড়া দেশীয় অস্ত্রশস্ত্রের মহড়া দিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয় আরেকপক্ষ। এ সময় প্রতিপক্ষকে ধাওয়া দিয়ে আশপাশের অলিগলিও বন্ধ করে দিতে দেখা গেছে তাদের।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ-সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সবশেষ, রাত ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুরো এলাকা থমথমে।

পুলিশ জানিয়েছে, জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত আছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরের পর থেকে কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাত ১১টার সময় হঠাৎ করেই দোকানপাট বন্ধ করতে থাকেন ব্যবসায়ীরা। পরে এক্সেস রোড এলাকায় দেশীয় অস্ত্র এবং গুলি হাতে জড়ো হতে থাকে শতাধিক যুবক। এরপর তাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একপক্ষ আরেকপক্ষের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে এবং ধাওয়া দেয়। পরে উভয়পক্ষ ‘জিয়ার সৈনিক, এক হও লড়াই করো’ বলে স্লোগান দিচ্ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘হঠাৎ উভয়পাশ থেকে দুই দল এসে মারামারি করতে থাকে। ওই সময় তাদের একটি পক্ষ গুলি ছুঁড়ে। মানুষজন সবাই আতঙ্কে যে যার মত সরে পড়ে। আমিও আতঙ্কে ঘটনাস্থল ত্যাগ করি।’

তিনি আরও বলেন, ‘ঘটনার সময় আশপাশের এলাকার বিদ্যুৎ সংযোগ ছিল না। পুরো সড়কই অন্ধকার। একটি পুলিশের গাড়িও চোখে পড়েছে।’

একাধিক প্রত্যক্ষদর্শী গোলাগুলির বিষয়টি নিশ্চিত করলেও অস্বীকার করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ। তিনি বলেন, ‘ওই এলাকায় স্থানীয় বিএনপির দুগ্রুপের মধ্যে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় গোলাগুলির ঘটনা ঘটেনি। তবে দুপক্ষ একে অপরকে ইট-পাটকেল নিক্ষেপ করেছে।’

তিনি আরো বলেন, ’পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে অবস্থান করছে। এখন মোটামুটি পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট