সোহরাব হোসেন
চট্টগ্রাম বোর্ডে নতুন করে পাস ১০১, জিপিএ-৫ পেলেন ৬১ জন
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে চলতি বছর এইচএসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে এক হাজার ৮৪৬ জনের ফল পরিবর্তন হয়েছে। এরমধ্যে ফেল থেকে পাস করেছেন ১০১ জন, গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছেন ৬১ পরীক্ষার্থী।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে প্রকাশিত ফলাফল থেকে এসব তথ্য জানা যায়। পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন ২২ হাজার ৩২৪ জন পরীক্ষার্থী।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ এম এম মুজিবুর রহমান জানান, এইচএসএসসিতে পুনঃনিরীক্ষণ শেষে প্রাপ্ত নম্বর পরিবর্তন হয়েছে এক হাজার ৮৪৬ জন পরীক্ষার্থীর। আর ফেল থেকে পাস করেছেন ১০১ জন। তবে এবার ফেল থেকে জিপিএ-৫ কেউ পায়নি।
উত্তরপত্র পুনঃনীরিক্ষণে নম্বর বেড়েছে, তবু কৃতকার্য হতে পারেনি ৭১ শিক্ষার্থী। গ্রেড পরিবর্তন হয়েছে কিন্তু সিজিপিএ পরিবর্তন হয়নি এমন সংখ্যা ১২৯ জন। সিজিপিএ পরিবর্তন হয়েছে এমন পরীক্ষার্থীর সংখ্যা ৪২৮।
এছাড়া নম্বর বেড়েছে কিন্তু গ্রেড পয়েন্ট বাড়েনি এমন শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২০৮ জন। গ্রেড পয়েন্ট বেড়েছে এমন পরিক্ষার্থীর সংখ্যা ৫৫৭ জন।