গিয়াস উদ্দিন কর্ণফুলি প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলীতে অনিয়মের অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা।
অভিযান সূত্রে জানা গেছে, বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ ব্যতীত তাদের লোগো ব্যবহার করে আটা, ময়দা, সুজি, মুড়ি উৎপাদন করার অপরাধে চরলক্ষ্যার জে বি ফুড সার্ভিসকে ২৫ হাজার টাকা এবং বৈধ ক্রমাংকন ব্যতীত স্টোরেজ ট্যাংক ব্যবহার করায় ক্রসিং এলাকার আমিন উল্লাহ ট্রেডিং কর্পোরেশনকে ৫ হাজার জরিমানা করা হয়।
অভিযানে অংশ নিয়েছিলেন স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) চট্টগ্রাম সিএম পরিদর্শক ফারহানা জাহান পারুলসহ সিএমপি কর্ণফুলী থানার পুলিশ টিম।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা।