মোঃ দলিল উদ্দিন বিশেষ প্রতিনিধি
টিএনজেড গ্রুপের পরিচালকের দুই দিনের রিমান্ড
গাজীপুরের টিএনজেড গ্রুপের পরিচালক আব্দুল হালিমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে গাজীপুরের বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেগম লাবনী আক্তার শুনানি শেষে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় টিএনজেড গ্রুপের পরিচালক আব্দুল হালিমের ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। ওই মামলায় বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ-উত্তর) নাজির আহমেদ জানান, আব্দুল হালিমের বিরুদ্ধে দুইটি মামলা হয়েছে। টিএনজেড গ্রুপের কর্মকর্তা মামুনুর রশিদ বাদী হয়ে একটি মামলা করেছেন। এ মামলায় শ্রমিকদের বেতনের টাকা না দিয়ে ৫ কোটি টাকা প্রতারণা ও আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। বিশেষ ক্ষমতা আইনে করা অপর একটি মামলার বাদী পুলিশ। ওই মামলায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ ও কারখানা ভাঙচুরের উসকানি দিয়ে জানমাল ও সম্পদের ক্ষতি সাধন, জননিরাপত্তার হুমকি সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।