লায়ন চৌধুরী আনোয়ারুল আজিম
আনোয়ারায় আওয়ামী লীগ নেতা ও স্থানীয় সন্ত্রাসী মোঃ নাসির প্রকাশ তুফান নাছিরের (৬০) দায়ের কোপে স্থানীয় এক চায়ের দোকানদার গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করেছে সেনাবাহিনী।
বুধবার (১৩ নভেম্বর) বৈরাগ ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আটককৃত নাছির বৈরাগ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি আনোয়ারা উপজেলার স্থানীয় আওয়ামী লীগ নেতা।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, বুধবার বৈরাগ ইউনিয়নের এক চায়ের দোকানদার দেলোয়ার তার পাওনা টাকা চাইতে গেলে নাসির প্রথমে গালিগালাজ করে। এরপর কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো দেশিয় অস্ত্র দা দিয়ে দেলোয়ারকে কোপ মারে। এতে করে সে গুরুতর আহত হয়। পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়। অভিযোগ পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত নাছিরকে আটক করা হয়।
স্থানীয়রা জানান, তুফান নাছির একজন সন্ত্রাসী প্রকৃতির লোক। এলাকায় বিভিন্ন সময় সন্ত্রাসী কার্যক্রম করে থাকে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলাকায় সন্ত্রাসী ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড করে গিয়েছে।
তার নির্যাতনে অতিষ্ঠ ছিল সাধারণ মানুষ। এছাড়া বিএনপির মিছিলে হামলা চালিয়ে বিএনপি কর্মীদেরকেও আহত করে সে।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ নাফিস সাদিক রিফাত জানান, বৈরাগ গ্রামের চায়ের দোকানদার তার বকেয়া টাকা স্থানীয় নাছিরের চাইলে কথা কাটাকাটির একপর্যায়ে দা দিয়ে কোপ মেরে আহত করে।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করা হয়। আটককৃত নাছির একজন সন্ত্রাসি প্রকৃতির লোক। এলাকায় বিভিন্ন সময় সন্ত্রাসি কার্যক্রম করে থাকে। পরে তাকে আইনী প্রক্রিয়ার জন্য আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়।