রাউজানে অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
মীর সালাউদ্দিন
চট্টগ্রামের রাউজানে অবৈধ চারটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। একই সাথে একটি ইটভাটাকে তিন লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার (১৩ নভেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রাবার বাগান সংলগ্ন মেলুয়া এলাকায়। অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর ঢাকা দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার।
এ সময় সেনাবাহিনী, র্যাব, ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় এম.আর.সি, ডি.এন.সি, কে.বি ডাব্লিউ ও বি.বি.সি-২ নামের চারটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। জে.বি.এল নামে একটি ইটভাটাকে তিন লাখ টাকা জরিমান প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন বলেন, ইটভাটার চিমনী ১২০ ফুট উচ্চতা, রাবার বাগান ঘেঁসে ইটভাটা স্থাপন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় চারটি অবৈধ ইটভাটা সর্ম্পূণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। জে.বি.এল নামের ইটভাটার মালিক মোহাম্মদ ইব্রাহিমকে পাহাড় কাটার অভিযোগে তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর ঢাকা দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার বলেন, অবৈধ ইটভাটায় অভিযান আমাদের নিয়মিত অংশ। এ অভিযান অব্যহত থাকবে।