নরসিংদী জেলা জজ আদালতে সরকারি কৌশলি (জি,পি) হলেন এড. মোঃ আব্দুল হান্নান মিয়া
কাউছার মিয়াঃ
১২ নভেম্বর তারিখে নরসিংদী জেলা জজ আদালতে সরকারি কৌশলি(জি পি) প্রাপ্ত আইনজীবি গন এড. আব্দুল হান্নান মিয়ার নেতৃত্বে জেলা প্রশাসকের নিকট নিয়োগ পত্র জমা দেয়।
আইন, বিচার ও সংসদ মন্ত্রনালয় সলিসিটর অনুবিভাগ এর ১০ নভেম্বর তারিখে এডভোকেট মোঃ আব্দুল হান্নান মিয়াকে নরসিংদী জেলার জেলা জজ আদালতের সরকারি কৌসুলি হিসাবে নিয়োগ দেওয়া হয়।
অতিরিক্ত সরকারি কৌঁসুলি হিসেবে নিয়োগ দেওয়া হলো- এড.মোঃ ছাদেকুর রহমান গাজীকে।
সহকারী সরকারি কৌঁসুলি হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়-
১. এড. এ কে নুরুল ইসলাম (নুরুন্নবী),
২ এড.শেখ সাখাওয়াত হোসেন,
৩. এড.মোঃ শাহাদত হোসেন,
৪.এড. মাসুদুর রহমান,
৫. এড. মোছাঃ রুমানা খানম,
০৬.এড.রায়হান রহমান লাকী,
৭. এড্. মোঃ আব্দুল্লাহ আল মামুন,
৮. এড. এ কে এম আমিরুল ইসলাম,
৯.এড. বিলকিস আক্তার,
১০. এড. সবিতা রায়,
১১. এড সৈয়দ আহমদ,
১২.এড.মোঃ সিহাব উদ্দিন,
১৩. এড. শেখ মাশিকুর রহমান সুজন।