দলিল উদ্দিন – বিশেষ প্রতিনিধ
ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার অন্যতম আসামি ৫০ নম্বর ওয়ার্ড যুবলীগ সহ- সভাপতি মামুন মিয়া ওরফে মসল্লা মামুনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে র্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, ছাত্রদের কোটাবিরোধী আন্দোলনে দেশব্যাপী অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি করে নাশকতাকারীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রত্যক্ষ ও পরোক্ষ প্ররোচনায় ছাত্র জনতার ওপর মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রকাশ্যে গুলি, ককটেল বিস্ফোরণ করে হত্যা করে দুর্বৃত্তরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমানোর লক্ষ্যে উসকানিমূলক বক্তব্যের জের ধরে গত ৫ আগস্ট বাদীর ছেলে মো. সাগর (১৯) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশগ্রহণে অস্ত্রধারী সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে গুলিবিদ্ধ হয়ে উত্তরা পশ্চিম থানাধীন আর এ কে টাওয়ার এর সামনে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ভিকটিমের বাবা মো. সেরাজুল গাজী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা করেন।
এ হত্যাকাণ্ডের ঘটনায় আসামি গ্রেপ্তারের জন্য র্যাব-১ এর একটি দল বিষয়টি আমলে নিয়ে ছায়া-তদন্ত শুরু করে।
এএসপি মো. মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে র্যাব-১ এর একটি দল উত্তরা পূর্ব থানাধীন ৪ নম্বর সেক্টর পার্কের দক্ষিণে অভিযান চালায়।
অভিযানে ৫০ নম্বর ওয়ার্ড যুবলীগ সহ-সভাপতি মামুন মিয়া ওরফে মসল্লা মামুনকে গ্রেপ্তার করা হয়।
আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এএসপি মাহফুজুর।