রুপন দত্ত – আনোয়ারা, চট্টগ্রাম
আনোয়ারা সর্দার পাড়া শ্রী শ্রী মগধেশ্বরী মাতৃ মন্দিরের শুভ উদ্বোধন উপলক্ষে বিশ্বশান্তি গীতা যজ্ঞ সহ বিবিধ মাঙ্গলিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত ৭ নভেম্বর বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত
অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে – বিশ্বশান্তি মঙ্গল কামনায় শ্রী শ্রী গীতা যজ্ঞ, ঘট পূরন ও শোভাযাত্রা, মগধেশ্বরী মাতৃ মন্দির ( সেবাখোলা) উদ্বোধন, বিষু পূজা, মহা প্রসাদ বিতরণ, সমবেত প্রার্থনা, আলোচনা সভা, কৃতি শিল্পী সংবর্ধনা, ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আনোয়ারা সর্দার পাড়া শ্রী শ্রী মগধেশ্বরী মাতৃ মন্দিরের শুভ উদ্বোধন ও গীতা যজ্ঞে পৌরহিত্যে করেন- হাটহাজারী – ফতেয়াবাদ ব্রহ্মানন্দ যোগাশ্রমের অধ্যক্ষ ও দুবাই জ্যোতি- লোকনাথ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা বীরেশ্বরানন্দ গিরি মহারাজ।
পুস্পিতা সেন এর সঞ্চালনা ও চৈতী শীলের পরিচালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – নয়ন নাথ, সমর সর্দার (রাহুল), টিটু সর্দার, হরিপদ দাশ সাজু, অপু সর্দার, সমর সর্দার, শিবু সর্দার, সাবু সর্দার প্রমূখ।
অনুষ্ঠানে মন্দির কমিটির সদস্যরা মন্দির নির্মাণ কাজে সহযোগিতাকারী সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শ্রী শ্রী বিশ্বশান্তি গীতা যজ্ঞের মধ্যে দিয়ে সকলের মঙ্গল কামনায় প্রার্থনা করেন।
আনোয়ারা সর্দার পাড়াবাসী-ধর্মের কাজে সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।