মোঃ সোহরাব হোসেন
নগরীর রেয়াজুদ্দিন বাজারের পাইকারী আলুর বাজারে অভিযান চালিয়েছে ভোক্তাধিকার চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়। অভিযানে ধরা পড়ে নানা অনিয়ম। যেখানে টাঙানো মূল্য তালিকায় পাইকারীতে প্রতি কেজি আলুর দাম ৫৮ টাকা দেখানো হলেও, প্রকৃতপক্ষে আলুর কেজি বিক্রি করা হচ্ছে ৬০ টাকা করে।
এমন অনিয়মের অভিযোগে মেসার্স আসিফ ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া হালনাগাদ সঠিক মূল্য তালিকা প্রদর্শন না করা মেসার্স দাউদকান্দি বাণিজ্যালয়কে ৬ হাজার টাকা, মেসার্স আকবর ট্রেডার্সকে ৮ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করে ভোক্তাধিকারের কর্মকর্তারা। অভিযানে ব্যবসায়ী নেতারাও উপস্থিত ছিলেন।
ভোক্তাধিকার চট্টগ্রামের সহকারী পরিচালক নাসরিন আক্তার জানান, বিভিন্ন অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানার পাশাপাশি ভবিষ্যকের জন্য সতর্ক করা হয়। ভোক্তাধিকারের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।