গিয়াস উদ্দিন – কর্ণফুলি
চট্টগ্রামের কর্ণফুলীতে মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ফারুক আহম্মদ (৫০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রোববার দিনগত রাত (১১ নভেম্বর) রাত ১টা ৩০ মিনিটের দিকে কর্ণফুলীর শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন এসআই মোবারক হোসেন।
গ্রেপ্তার ফারুক আহম্মদ (৫০) কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের উত্তর শিকলবাহার (১নং ওয়ার্ড) দানু মেম্বার বাড়ির মৃত ছাবের আহমদের ছেলে।
এ প্রসঙ্গে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলীর শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে ৭ বছরের সশ্রম কারাদণ্ডাদেশপ্রাপ্ত সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়।’