আমান উল্লাহ দৌলত
চট্টগ্রাম: সম্প্রতি বন্দরনগরীর মেয়রের দায়িত্বভার গ্রহণ করায় ডা. শাহাদাত হোসেনকে অভিনন্দন জানিয়েছেন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা।
সোমবার (১১ নভেম্বর) চেম্বারের এক অভিনন্দন বার্তায় প্রশাসক বলেন, নতুন বাংলাদেশ পুনর্নির্মাণের প্রাক্কালে দেশের অর্থনৈতিক কার্যক্রমের প্রাণকেন্দ্র চট্টগ্রাম নগরের মেয়র হিসেবে আপনার দায়িত্ব গ্রহণে আমরা অত্যন্ত আনন্দিত এবং আশান্বিত।
আমরা বিশ্বাস করি, আপনার রাজনৈতিক প্রজ্ঞা, অভিজ্ঞতা ও মেধায় চট্টগ্রাম শহর প্রকৃত অর্থে একটি বাণিজ্যিক নগরী, ব্যবসাবান্ধব এবং আন্তর্জাতিক মানের বাসযোগ্য শহর হিসেবে গড়ে উঠবে।
একই দিন অপর একটি চিঠিতে চেম্বার প্রশাসক নগরের গুরুত্বপূর্ণ আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় কমার্স কলেজ সড়ক ও সবদর আলী সড়কসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কের উপযুক্ত সংস্কার এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত নতুন মেয়রের দৃষ্টি আকর্ষণ করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
চিঠিতে বলা হয়, চট্টগ্রাম ওয়াসা কর্তৃক স্যুয়ারেজ প্রকল্পের পাইপ লাইন স্থাপনের লক্ষ্যে বিশেষ করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনের কমার্স কলেজ সড়ক এবং চেম্বার ভবনের সামনের সবদর আলী সড়ক কাটা হয়। কিন্তু প্রকল্পের কাজ শেষ হলেও সড়কগুলো চলাচল উপযোগী করা হয়নি।
খানাখন্দে ভরপুর সড়কগুলোতে সামান্য বৃষ্টি হলে জলাবদ্ধতা তৈরি হয়। সরকারের উপদেষ্টা, সরকারি পদস্থ কর্মকর্তা, বাংলাদেশে অবস্থিত বিদেশি দূতাবাস ও মিশনগুলোর রাষ্ট্রদূত এবং বিভিন্ন চেম্বার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ নিয়মিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আসা-যাওয়া করে থাকেন।
এ ছাড়া এ এলাকায় অবস্থিত বিদেশি শিপিং লাইনগুলোর ঊধ্বর্তন বিদেশি কর্মকর্তা ছাড়াও বিনিয়োগকারীরা নিয়মিত যাতায়াত করেন। ফলে বেহাল এসব সড়কের কারণে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
চেম্বার প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা গত ১০ নভেম্বর সকালে নতুন মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সিটি করপোরেশন কার্যালয়ে সাক্ষাৎ করে অভিনন্দন জানান এবং শুভেচ্ছা বিনিময় করেন। সাক্ষাৎকালে তিনি চট্টগ্রাম সিটির উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।