1. ekhonbartabd@gmail.com : দৈনিক এখন বার্তা : দৈনিক এখন বার্তা
  2. info@www.ekhonbarta.com : দৈনিক এখন বার্তা :
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাওলানা মামুনুল হককে দেখতে হাসপাতালে জামায়াতের আমির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিন: তারেক রহমান চট্টগ্রাম বিমানবন্দরে ৫০ লাখ বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক ভারতে বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলার প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ রামুতে নির্মিত হচ্ছে বাফুফে টেকনিক্যাল সেন্টার চসিকের ভেজালবিরোধী অভিযান, ৪৫ হাজার টাকা জরিমানা  হাসিনা ও মমতার ইন্ধনে আগরতলা হাইকমিশনে হামলা: নোমান প্রেস কাউন্সিলের নবনিযুক্ত চেয়ারম্যানের সাফল্য কামনা করে অভিনন্দন জানান, বাংলাদেশ বর্ডার গার্ড যেকোনো ধরনের সীমান্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিজিবি প্রস্তুত

প্রশাসন সাধারন মানুষের বিপরীতে! ডিবি মোবারকের সাদাকালো রিপোর্ট

উৎসবের আলো
  • প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১০ বার পড়া হয়েছে

প্রশাসন সাধারন মানুষের বিপরীতে! ডিবি মোবারকের সাদাকালো রিপোর্ট

নিজস্ব প্রতিবেদক

ডিবি মোবারকের সাদা-কালো রিপোর্টে নেপথ্যে রয়েছে অভিযুক্তদের অপকাণ্ড ধামাচাপার সু-কৌশলের অপচেষ্টা। তার কথায়-ই সে অপেশাদার মিথ্যাবাদী। তার তদন্তের সত্যতায় বাদির পক্ষে প্রমাণিত সত্বেও মামলার ফাইনাল রিপোর্ট দিয়েছে বাদির বিপক্ষেই। সাধারণ মানুষের বিপরীতে কাজ করেছে প্রশাসন! এ যেন রক্ষকেই যেন ভক্ষক। অপক্ষমতা টাকা ছাড়া ঘুষ ছাড়া আইন প্রশাসনের পুলিশ তার রিপোর্ট আইনের সেবা সুবিধা সাধারণ নিরহ মানুষের হয়ে কাজ করে না। ভুক্তভোগী তার সাক্ষী ও সাধারণ মানুষের জনমনে প্রশ্ন ? তাহলে সাধারণ মানুষ বিচার পাবে কোথায়! কি করেছে মাঠ পর্যায়ের প্রশাসন! প্রশাসন নিষ্ক্রিয় জনগণের কাছে আস্থাহীন জনবিরোধীকাজে প্রশ্নবিদ্ধ। এমন বাস্তবচিত্র চিন্তাচেতনা মন মানসিকতা দেশের মানুষের প্রশাসনের প্রতি নেতিবাচক প্রতিক্রিয়া নতুন কিছু নয়। তবে প্রশাসন দ্বারা উপকৃত হয়েছে তাও অসত্য নয়।

কিশোরগঞ্জে জেলা গোয়েন্দা শাখারর ডিবি ইন্সপেক্টর (বিপি-৮১০১০৫৬৭৩০) এসআই মো. মোবারক হোসেনের
সিআর মামলা ৩১২/২৪ মামলার সাদা-কালো রিপোর্টে জেরে বাদির অভিযোগ উঠেছে। উল্টা বাদীকেই অভিযুক্তদের সাথে আপোষের জন্য চাপ সৃষ্টি করে। আপোষ না করায় মামলা রিপোর্ট যায় পাল্টে। নিরপেক্ষ সাক্ষ্যগ্রহণের নামে ঘটনার নেপথ্যে দুর্বৃত্তকারী দুষ্কৃতিকারীদের মামলা থেকে অব্যাহতি দেন কিভাবে ? প্রশ্ন ও অভিযোগ ভুক্তভোগী নিজে তার সাক্ষী ও সাধারণ মানুষের। সাংবাদিকদের বাদীর ঘটনার সত্যতায় তার পক্ষে রিপোর্ট দিবে নিশ্চয়তা প্রতিশ্রুতি দিয়েও যা নিজেই সরজমিনে তদন্ত করেও ঘটনার সত্যের তথ্যের সত্যতা নিশ্চিত করেও উল্টা বাদির বিরুদ্ধেই রিপোর্ট দিয়েছে। ডিবি মোবারকের তার-ই কথায় সে অপেশাদার মিথ্যাবাদী। বাদিকে দীর্ঘ ৩মাস তদন্তের নামে হয়রানি মানসিক চাপ সৃষ্টি করে। প্রথমে ইটনা থানা বাদলা বিট ইনচার্জ এসআই মোস্তাকের যোগসাজসে । তিনি ইয়েস তদন্তের নামে সে নিজেই মামলার সবকিছু রিপোর্ট দিবেন তদন্ত করবেন বলে বাদিকে হয়রানি করে। বাদিকে না জানিয়ে গোপনে বিবাদির সাথে গভীর সম্পর্ক গড়ে তোলেন। রিপোর্ট বাদির পক্ষে করার জন্য বাদিকে নানাভাবে হয়রানি সুকৌশলে সুবিধা আদায়ের অপচেষ্টা চালায়। পরে সাংবাদিকরা বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, এটা ডিবি তদন্ত করবেন আমার কিছুই করার নাই। ঘটনার বাস্তবতায় বাদির দাবি, টাকা না দেওয়ায় সাদা রিপোর্ট কালো করেছে বাদির বিরুদ্ধেই।

বাদি বলেন, তদন্ত অফিসার নিজেকে নেককার সৎ সরকারি দায়িত্বে সক্রিয় চৌকস অফিসার নানা নীতি নৈতিকতা দেখালেও মূলত সে তার অসৎ উদ্দেশ্যে কাঙ্খিত সুবিধা পেলেই দিনকে করেন রাত। যার বাস্তবতায় ভুক্তভোগী আমি নিজেই। যার সত্যতা উঠে এসেছে ভুক্তভোগী বাদির বক্তব্যে ও সাংবাদিকদের বাস্তব তথ্যচিত্রের তথ্যে। অভিযুক্তরা মামলায় আসামি হওয়া সত্ত্বেও তার মনগড়া তদন্তে নির্দোষ করে অব্যাহতি দেয়। উল্টো বাদীকেই করে নানাভাবে হয়রানি ভোগান্তি। সত্য রিপোর্টের প্রতিশ্রুতি দিয়েও করে প্রতিশ্রুতি ভঙ্গ।

পুলিশ কালো পুলিশ আলো। আইনি সহায়তায় নেতিবাচক ও ইতিবাচক আলোচনা সমালোচনা ভুক্তভোগী কমবেশী সকলেই। সেবা আস্থা নিরাপত্তায় ভুক্তভোগীদের ভালো হয়েছে। আলোকিত সেবায় নিরাপত্তায় নিশ্চিত হয়েছে নিরাপত্তা পেয়েছে এমন সত্যতা পাওয়া গেলেও নামে মাত্র ছিটেফোঁটা। সিংহভাগেই প্রশাসনের সহায়তায় উল্টো ফাঁদে ফাঁকে পড়েছে। আইনের জটিলতার মারপ্যাচে অভিযোগকারীরাই হয় উল্টো অভিযুক্ত। পদেপদে হয় হয়রানি ভোগান্তির শিকার। সত্যতা স্বীকার করেছে তদন্ত করেছে ডিবি অফিসার মোবারক নিজেই। তিনি তদন্তের পরেও বাদির পক্ষে সত্যতা স্বীকার করেও সাংবাদিকবাদের কাছেও তা স্বীকার করে সত্যতায় তথ্য প্রদান করেন। সহমত পোষণ করে। কিন্তু হঠাৎ করে রিপোর্টের সপ্তাহ খানেক আগে সাংবাদিকদের এবং বাদি ও বাদী পক্ষের কারো সাথে আর যোগাযোগ রাখেননি। শতচেষ্টা করেও ফোনে পাওয়া যায়নি। কারো ফোন তিনি ধরেননি।

বাদি নিজে তার বাড়ি গ্রামের প্রত্যন্ত এলাকায় ইটনা থানাধীন দীর্ঘ ৪০ কিলোমিটার দুর থেকে দুইবার এসেও তার সাক্ষাৎ পাইনি। অপ্রয়োজনীয় ভিন্ন সিভিল মামলার কাগজ চাওয়ায় তাকে কাগজ দিয়ে যায়। কিন্তু বাদিকে তার সাক্ষাৎ এর সুযোগ দেয়নি। তাকে মোবাইলে বারবার কল দিলেও সারা দেননি পায়নি বলে দাবি করে বাদি। অথচ সে মোবাইলে মামলার কাগজ ঠিকই পেয়েছে দেখেছে। অথচ পাইনি বলে বাদিকে অযথা হয়রানি করে মিথ্যার আশ্রয় নিয়ে সে অস্বীকার করে। তৃতীয়বার চেষ্টায় সাক্ষাতে ৩ নভেম্বর দেখা করলে সে বাদীর প্রতি উত্তেজিত এবং ক্ষিপ্ত হয় এবং বলে সাংবাদিক আপনার সাংবাদিক কোথায় ? নিয়ে এসেছি কিনা সাথে করে। আপনার কাজ তো সাংবাদিকরা করতেছে। আপনার কিসের রিপোর্ট আপনার রিপোর্ট কোর্টে চলে গেছে। এর আগে ১৬ অক্টোবর উক্ত বিষয়টি পুলিশ সুপার মহোদয় হাসান চৌধুরীকে জানানোর জেরেই তার ওপর মোবাইলে ক্ষিপ্ত হয়েছিল অসন্তোষ প্রকাশ করেছিল। এরপর থেকে তিনি আর বাদির সাথে যোগাযোগ রাখেন নাই। সাংবাদিক কারো কোন ফোন ধরেননি।

——-

বাস্তবতায় প্রশাসন সুবিচার নিরাপত্তায় প্রশাসনের সহায়তায় কখনো জনবান্ধব, কখনো আইনের সক্রিয়তার আড়ালে বেআইনি কাণ্ডে জনবিরোধী ক্রিয়া প্রতিক্রিয়া জনগণের আস্থা অনাস্থায় আলোচিত জনমনে । কখনো সাধারণ মানুষের ইতিবাচক নেতিবাচক কাজে আলোচিত সমালোচিত প্রশাসনিক কার্যক্রমে। থানা,আইন, আদালত বলতে টাকা রাজনৈতিক অপক্ষমতা। আইন বিচার বলতেই টাকা আর টাকা। টাকা আছে যার বিচার আছে তার । যার টাকা নেই তার বিচার নেই। এটি আমাদের সাধারণ মানুষের বাস্তব অভিজ্ঞতা মন-মানসিকতা চিন্তা ধারণা। আইন প্রশাসন দ্বারা কখনো হয়রানি ভোগান্তি ক্ষতিগ্রস্ত যারা হয়েছে। তারাই একমাত্র বুঝতে পারবে তাদেরই অভিজ্ঞতায় আইনি জটিলতার ফাঁদে ফাকে ষড়যন্ত্র ভোগান্তি হয়রানির সীমা ছাড়া। যা একমাত্র ভুক্তভোগীরাই জানে।

পুলিশ প্রশাসনের ‘ডিবি হারুন’ কর্মকাণ্ডে একনামে একবাক্যে পরিচিত দেশ বিশ্বে। জনবান্ধব প্রশাসন প্রশ্নবিদ্ধ আইনি পোশাকের আড়ালে বেআইনি কর্মকাণ্ডে সে এখন পলাতক। তার দোষর দালালরা এখনো রয়ে গেছে প্রতি উপজেলায় প্রতি প্রশাসনিক কার্যালয়ে।আইনের রক্ষক হলেও ভক্ষকের ভূমিকা সাধারণ মানুষের প্রশাসনের প্রতি বাড়ছে অনাস্থা। যা কমবেশি সকলেরই জানা। এটি নতুন কথা নয়। কর্মফলে কর্ম গুনে কাজেই পরিচয়। প্রশাসনিক ভদ্রবেশী ন্যায় নীতি নৈতিকতার আদর্শিকতার আড়ালে তাদের অপকাণ্ড কর্মকাণ্ডে এখনো অনিয়ম অপরাধ সাদাকে কালো, কালকে সাদা করে সাধারণ নিরীহ মানুষের ভোগান্তি হয়রানি প্রতিশ্রুতি বেইমানি মীরজাফরি করে যাচ্ছে স্বার্থ অর্থ অপ ক্ষমতার ছত্রছায়া অপেশাদার আচরণে। যার কারণে প্রশাসনিক জনবান্ধব ইতিবাচক কাজে যেমন আলোচিত তেমনি সমালোচিত।

একজন ডিবি কর্মকর্তার অপেশাদার আচরণ নিষ্ঠুরতার শীর্ষে। রক্ষক যদি ভক্ষক হয়, বিচার পাব কোথায়? আইনের শাসন ন্যায় বিচার থেকে বঞ্চিত হয় সাধারণ নিরীহ মানুষ। ঘটনার শতভাগ সত্যতা থাকা সত্ত্বেও বাদীর বিরুদ্ধে করেছে মামলার তদন্ত রিপোর্ট। রিপোর্ট এর আগে বাদিকে প্রতিশ্রুতি দিয়েছে বারবার তার ঘটনা সত্যতা শতভাগ তার পক্ষেই তিনি রিপোর্ট দিবেন। সহমত প্রকাশ করেছেন সাংবাদিকদের সাথেও। কি কারণে রিপোর্ট তিনি পাল্টিয়েছেন প্রশ্ন বাদি, বাদির সাক্ষী সাংবাদিক মহল ও সাধারণ মানুষের জনমনে। প্রশাসন ও বিচারের রক্ষকরা যেন ভক্ষক! যার সত্যতা সাংবাদিকের কাছে স্বীকার করেছে। কিন্তু সরকারি রিপোর্টে কেন বাদির বিরোদ্ধে। অভিযোগ বাদী পক্ষের।

কিন্তু, কেন সে তদন্তের নামে গল্প নাটক সাজিয়ে বিশ্বাসঘাতকতা করেছে। বাদির সাথে সবরকমের নিষ্ঠুরতার আচরণ অপেশাদার পরিচয় দিয়েছেন তা বাদীর অভিযোগ। প্রশাসনের রক্ষক হয়ে সরকারি দায়িত্ব ও সময়ের অপব্যবহার যা ভয়ংকর ও আতঙ্কিত করছে চরম নিরাপত্তাহীন করছে ভুক্তভোগী বাদি ও সাধারণ মানুষের আইনি নিরাপত্তা সেবায়। যার ফলে অপরাধী এরা হচ্ছে আরো ভয়ংকর। সাধারণ মানুষের আইনের প্রতি বাড়ছে অনাস্থা। জনবিচ্ছিন্ন ও জনবিরোধী জনবিপরীতে কাজ করছে রাষ্ট্রীয় দায়িত্ব থেকেও। প্রশ্ন গুঞ্জন উঠেছে জনমনে।
———–

সরজমিনের তদন্তে পর সাংবাদিক উক্ত মামলার তদন্ত অফিসার মোঃ মোবারক হোসেন বলেন, জি মামলার বাদি আলমের ঘটনার সত্যতা পাওয়া গেছে। মামলা অন গোয়িং, ইনভেস্টিগেশন আছে। মামলা এটা বাদির পক্ষেই রিপোর্ট যাবে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। মেডিকেল সার্টিফিকেট আছে। আমার সাথে বাদির কন্টিনিউ কথা হচ্ছে। আমি বলি আপনারা (সাংবাদিক) যেভাবে তখন এখন সহযোগিতা করতেছেন এটা আমরাও চাই।

আলম ভাই এর যে ঘটনাটা ঘটনার সত্যতা পাওয়া গেছে। আলম ভাইয়ের ঘটনাটা মামলা করছে। এটা সৎ সাহসের ভূমিকা নিছে। আমি নিজেই সারা সরেজমিনে স্থানীয়ভাবে তদন্ত করেছি। সাক্ষীদের বক্তব্য নিয়েছি। আলমের যে তথ্যগুলো এগুলো যাচাই করে সত্যতা পাইছি। ঘটনার সত্যতা পাওয়া গেছে। রিপোর্টটা আমি দিয়ে দিতেছি আলমের পক্ষেই যাবে।

সাংবাদিককে তিনি আরো বলেন, আপনার অন্যান্য তথ্যের ঘটনাগুলো এগুলো অভিযোগ করিয়ে দেন। অভিযোগ না করালে আমাকে যতই বলেন, অভিযোগ না করালে আমি তো আইনের আওতায় নিতে পারছি না।

আপনি এ-তো কথা বলেন, আপনি আমার অফিসে একটু আসতে পারেন না। একটু চা খাইতে পারেন না আপনি।

সবাই অত্যাচারী আসল কথা কি জানেন, বাংলাদেশে আইনটা আসলে নিরীহ মানুষের পক্ষে কাজ করা অনেক কঠিন। বাদি তাঁরা না পারে সাক্ষ্য আনতে না পারে মামলা লড়তে। এই প্রতিকূল পরিবেশে সবসময় গরিব মানুষদেরকে পদে পদে ভোগাই।

সে যখন আমার কাছে সামনে দাঁড়াই তার চোখে মুখে চেহারা অবয়বে শুধু বেদনা দুঃখ দেখি।আমি তাকে সান্ত্বনা দেই। তাকে আরো উৎসাহিত অনুপ্রাণিত করি। সে এই মামলাটা যেন সে বিচার পর্যন্ত নিয়ে যায়। তাকে আরো আমি অনুপ্রাণিত করি।
এদিকে তো আপনারা (সাংবাদিকরা) আছেন ইনশাল্লাহ। আসেন সময় করে আমরা একদিন চা খাই।

সাংবাদিকদের তিনি আরো বলেন, আপনাদের কথাও ঠিক আছে অপরাধী যারা ওরাও কিন্তু চেষ্টা করে পাড় পাওয়ার জন্য। বাংলাদেশে এটা কিন্তু পলেসি হয়ে গেছে। কেউ অপরাধ বিপদে পড়লে রাস্তা খুঁজে পার পাওয়ার জন্য। অনেকেই ম্যানেজ হয় অনেকেই হয় না।

আপনারা যদি তার পেছনে থাকেন তাকে সহযোগিতা করেন।আমরা বাংলাদেশ পুলিশ সাংবাদিক ভাইদের সম্মান সহযোগিতা করি। আমি বাংলাদেশের মানুষ আমিও এই দেশের নাগরিক। আমরা এই দেশের সংস্কৃতিতে বড় হয়ে গেছি। আমাদের দেশে আইন ভঙ্গ করতে পছন্দ করে বেশি আইন মানে না। আইন মানাইতে হয়। এই কালচারে আমি আপনি ভাল মানুষ দেখেই সৎপথে থাকার চেষ্টা করি।
কিন্তু ভাই,অপেশাদার লোক সব ডিপার্টমেন্টে আছে। আমার একটা রিকোয়েস্ট শুনেন আমি যখন রিপোর্টটা দেব। আপনি এটা ছাপাবেন। আপনার যে তথ্যগুলো এগুলো যাচাই করে সত্যতা পেয়েছি।

উক্ত রিপোর্টের বিষয়ে কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার হাসান চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদেরকে সকল তথ্য দিন। সত্য তদন্তে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এর আগেও ঘটনার শুরু থেকেই স্থানীয় ইটনা থানার এএসআই মো.মুস্তাক হোসাইন, ওসি মো.জাকের রব্বানী
এএসপি। (অষ্টগ্রাম সার্কেল) স্যামোয়েল সাংমা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আল আমিন হোসাইন সহ সংশ্লিষ্ট সকলকে এই বিষয়টি নিউজ প্রতিবেদন সহ অবগত করা হয়।

বিষয়টি সুষ্ঠু নিরপেক্ষ তদন্তে অপকাণ্ড সৃষ্টিকারী সমাজে শান্তি বিনষ্টকারী, দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনা হোক। এমন অমানবিক অনাকাঙ্ক্ষিত অঘটন আর নয়। বৃহৎ জনস্বার্থে সুনজর সক্রিয়তার স্বার্থে। জাতীয় স্থানীয় পত্রিকার প্রিন্ট নিউজ কাটিং সহ একাধিক অনলাইন নিউজ লিংক দেওয়া হয়। যাতে তদন্তের নামে গাফিলতি অবহেলা নয়, প্রশাসন হোক জনবান্ধব। দৃঢ় আশা প্রত্যাশা ভুক্তভোগী ও জনসাধারণের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট